#মুম্বই: জিও ফোনের জন্য জোরকদমে চলছে বুকিং ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রথমদিনেই প্রায় ৬০ লক্ষ গ্রাহক জিও ফোনের জন্য বুকিং করেছে ৷ অন্যদিকে ইতিমধ্যেই প্রায় ১ কোটি মানুষ জিও ফোন বুক করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন ৷জিও ফোনের বিটা টেস্টিং ১৫ অগাস্ট ও প্রি বুকিং ২৪ অগাস্ট থেকে শুরু হয়েছে ৷
খুব শীঘ্রই গ্রাহকরা হাতে পেয়ে যাবেন এই ফোন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে আপাতত জিও ফোনের বুকিং বন্ধ রাখ হয়েছে ৷ তবে খুব শীঘ্রই বুকিং প্রক্রিয়া ফের চালু করা হবে ৷
সংস্থার বার্ষিক সাধারণ সভায় জিও ফোন লঞ্চ করার কথা ঘোষণা করেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ এরপর থেকেই মানুষের মধ্যে জিও ফোন নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে ৷
নতুন এই ফোনে থাকছে VoLTE নেটওয়ার্ক ৷ জিও টিভি ও জিও সিনেমা অ্যাপস ফোনে প্রি ইনস্টল করা থাকবে ৷ হ্যান্ডসেট ২২ টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে ৷