#মুম্বই: বিশ্বে স্থান ১৭ নম্বরে। আর দেশে শ্রেষ্ঠ উদ্ভাবনী সংস্থা হিসেবে পয়লা নম্বরে। নিউ ইয়র্কের ফাস্ট কোম্পানির প্রকাশিত বিশ্বের প্রথম পঞ্চাশটি উদ্ভাবনী সংস্থার তালিকায় ১৭ তম স্থান রিলায়েন্স জিওর।
দেশের প্রিমিয়ার মোবাইল ও ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসেবে রিলায়েন্স জিওর মুকুটে নতুন পালক। ভারতের ডিজিটাল বিপ্লবে অন্যতম ভূমিকা নিয়েছে রিলায়েন্স জিও। প্রযুক্তিগতভাবে প্রথম সারির এই সংস্থা ভারতকে ডিজিটাল অর্থনীতিতেও পথ দেখিয়েছে। ডেটা নির্ভর মোবাইল দুনিয়ায় গুণগত মানের সঙ্গে কোনও আপস না করে ভারতকে নতুন দিশা দেখিয়েছে রিলায়েন্স জিও।
২০১৬ সালে ৫ সেপ্টম্বর টেলিকম জগতে বিপ্লব নিয়ে এসেছিল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ সস্তায় ৪জি ডেটা পরিষেবা নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছিল জিও ৷
রিল্যায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি জানিয়েছেন, ‘লঞ্চ হওয়ার সময় থেকেই আমাদের একটাই উদ্দেশ্য ছিল ৷ দেশের প্রত্যেক মানুষের কাছে সস্তায় ব্রডব্যান্ড টেকনোলজি পরিষেবা পৌঁছে দেওয়া ৷’
জিও-র পাশাপাশি এই তালিকায় রয়েছে অ্যাপেল, নেটফ্লিক্স, টেনসেন্ট, অ্যামাজন, স্পটিফাএর মতো সংস্থা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, MOST INNOVATIVE COMPANY, Reliance Jio