#নয়াদিল্লি: ইতিমধ্যেই Jeep Compass Facelift লঞ্চ নিয়ে ক্রেতাদের মধ্যে দারুণ কৌতূহল। এর মাঝে নতুন বছরের প্রথম মাসে প্রিমিয়াম Compass SUV মডেলে প্রায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিচ্ছে Jeep India। তবে এই মাসের শেষ পর্যন্ত বৈধ থাকছে এই অফার। জেনে নেওয়া যাক বিশদে।
এক্ষেত্রে Jeep Compass SUV-এর ক্রেতারা ক্যাশ বেনিফিটের পাশাপাশি EMI স্কিমেও একাধিক ডিসকাউন্ট পাচ্ছেন। গাড়িপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে মাসিক ২২,৮২৩ টাকার EMI-তে এই SUV মডেল কিনতে পারবেন গ্রাহকরা। এর সঙ্গে একটি হাইব্রিড EMI অপশন রয়েছে। এক্ষেত্রে মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে অর্থের পরিমাণও বাড়বে। এছাড়াও EMI-তে আরও একটি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পর পর তিন মাসের জন্য প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে EMI-এর পরিমাণ। আর এই তিনটি মাস নিজেদের পছন্দমতো বেছে নিতে পারেন ক্রেতারা।
উল্লেখ্য, এই আমেরিকান SUV ব্র্যান্ড মহিলা-ক্রেতাদের জন্যও বেশ কিছু ছাড় দিচ্ছে। এক্ষেত্রে নিকটবর্তী Jeep ডিলারশিপে গিয়ে কথা বলতে হবে। প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। অটো-এক্সপার্টদের মতে, নতুন মডেল আসতে চলেছে। তাই পুরনো স্টক খালি করতেই নানা রকমের অফার নিয়ে হাজির হয়েছে সংশ্লিষ্ট গাড়িপ্রস্তুতকারী সংস্থা।