হোম /খবর /প্রযুক্তি /
দেশের বাজারে আসছে JBL Boombox, JBL Go 2 ও JBL Clip 3; জেনে নিন খুঁটিনাটি

দেশের বাজারে আসছে JBL Boombox, JBL Go 2 ও JBL Clip 3; জেনে নিন খুঁটিনাটি

কেমন দেখতে হয়েছে এই স্পিকারগুলি ? দামই বা কত ?

  • Share this:

JBL: এবার দেশের বাজারে আসছে JBL Boombox, JBL Go 2 ও JBL Clip 3। সম্প্রতি এই ব্লুটুথ স্পিকারগুলি লঞ্চের কথা জানাল প্রস্তুতকারী সংস্থা হারমান ইন্টারন্যাশনাল (Harman International)। কিন্তু কেমন দেখতে হয়েছে এই স্পিকারগুলি? দামই বা কত? আসুন জেনে নেওয়া যাক।

JBL India-এর অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে খবর, তিন ধরনের স্পিকারই কিনতে পারেন দেশের গ্রাহকরা। এক্ষেত্রে অনলাইন বা রিটেল আউটলেটে পাওয়া যাবে স্পিকারগুলি। বর্তমানে JBL India-এর তরফে আকর্ষণীয় ছাড়ও দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী JBL Boombox 2-এর দাম ৩১,৪৯৯ টাকা, Go 3-এর দাম ২,৯৯৯ টাকা ও Clip 4 পাওয়া যাচ্ছে ৩,৯৯৯ টাকায়।

স্পিকার লঞ্চ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতকারী সংস্থার তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়। সেখানেই স্পিকারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে আকার-আয়তনে যথেষ্ট আকর্ষণীয় নতুন JBL Go 3। যে কোনও আবহাওয়ায় অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষায় ব্যবহার করা যায় এই ডিভাইজ। এক্ষেত্রে JBL Go 3 স্পিকারে থাকছে IP67 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। সিঙ্গল চার্জে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এটি। রয়েছে USB-C চার্জিংয়ের ব্যবস্থা। ব্লুটুথ ৫.১ ভার্সন সাপোর্ট করে এই ডিভাইজে। এক্ষেত্রে মোট তিনটি অর্থাৎ কালো, নীল ও লাল রঙের অপশনে পাওয়া যাবে Go 3।

অন্য দিকে, নজর কাড়তে পারে আপগ্রেডেড ক্লিপ স্পিকার অর্থাৎ JBL CLIP 4। সিঙ্গল চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এটি। এই ব্লুটুথ স্পিকারেও IP67 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ ফিচার রয়েছে। এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ব্লুটুথ ৫.১ ভার্সন সাপোর্ট করে ডিভাইজটিতে। প্রস্তুতকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, USB-C পোর্টের সাহায্যে চার্জ করা যায় ডিভাইজটি। লাল, কালো, নীল, গোলাপি-সহ বেশ কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে এই JBL CLIP 4। এর পাশাপাশি কালো-কমলা বা নীল-গোলাপির কম্বো কালার অপশনেও পাওয়া যাবে এটি।

JBL Boombox 2 নিয়েও ইতিমধ্যে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের মধ্যে। প্রস্তুতকারী সংস্থার দাবি, এর সাউন্ড পারফম্যান্স অসাধারণ। এ পর্যন্ত এটিই লাউডেস্ট JBL Boombox। পাশাপাশি দীর্ঘক্ষণ পর্যন্ত পরিষেবা দিতে পারে এটি। সংস্থার দাবি, একবার চার্জ হয়ে গেলে সারাদিন চলতে পারে এই ডিভাইজ। এক্ষেত্রে JBL Boombox 2-তে থাকছে IPX 7 ওয়াটারপ্রুফ ফিচার। সঙ্গে রয়েছে বিল্ট-ইন পাওয়ার ব্যাঙ্কও। তবে শুধুমাত্র কালো অর্থাৎ সিঙ্গল কালার অপশনেই পাওয়া যাবে এই JBL Boombox।

Published by:Ananya Chakraborty
First published: