#কলকাতা: ICICI ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এ বার নতুন রূপে হাজির। এ ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করার মাধ্যমে যে কোনও ব্যাঙ্কের গ্রাহকরা পেমেন্টের সুবিধা-সহ যাবতীয় ব্যাঙ্কিং পরিষেবাও পাবেন। নতুন এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে iMobile Pay। এ বার বিশদে জেনে নেওয়া যাক অ্যাপটি সম্পর্কে।
কী এই iMobile Pay?
এই অ্যাপের প্রথম বৈশিষ্ট্য হল Open for all। অর্থাৎ যে কোনও ব্যাঙ্কের গ্রাহকরা এই অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং নিরাপদে তাঁদের টাকা লেনদেন করতে পারেন।
পেমেন্ট অ্যাপের মতোই কাজ করে এই অ্যাপ। এ ক্ষেত্রে গ্রাহকরা যে কোনও পেমেন্ট অ্যাপের (Payments App) QR কোড স্ক্যান করতে পারবেন । তার পর নির্দিষ্ট পরিমাণ টাকা যে কোনও UPI ID, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের অন্য অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন। মুহূর্তের মধ্যেই কোনও অতিরিক্ত চার্জ ছাড়া টাকা পৌঁছে যাবে অন্যের অ্যাকাউন্টে। এই পেমেন্ট অ্যাপের সাহায্যে পেট্রোল পাম্প, গ্যাসের দোকান, রেস্তোরাঁ, ওষুধের দোকান, হাসপাতাল থেকে শুরু করে সর্বত্র টাকা দিতে পারবেন ইউজাররা। টাকা দেওয়া যাবে যে কোনও ডিজিটাল ওয়ালেটেও।
ব্যাঙ্কিং পরিষেবা দিতে সক্ষম এই অ্যাপ। সংস্থার কথায়, এই অ্যাপের সাহায্যে আরও বেশি সংখ্যক গ্রাহক যুক্ত হবে ICICI ব্যাঙ্কের সঙ্গে। এ ক্ষেত্রে অ্যাপের দ্বারা খুব সহজে ডিজিটালি ICICI ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) খোলা যাবে। জিরো জয়েনিং ফি-তে ক্রেডিট কার্ডের (Credit Cad) আবেদন করা যাবে। বিভিন্ন লোন বা লোনের অনুমোদনের প্রক্রিয়াকরণ হতে পারে এই অ্যাপেই।
এই অ্যাপে একসঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা যেতে পারে। একটি UPI ID দিয়েই যাবতীয় লেনদেন হবে।
এগুলির পাশাপাশি শীঘ্রই আরও নানা পরিষেবা যুক্ত হতে চলেছে অ্যাপটিতে। এ ক্ষেত্রে নানা ধরনের বিল পেমেন্ট, মোবাইল ফোন রিচার্জ, CIBIL স্কোর চেক, ট্রাভেল টিকিট বুক করা, FD, RD ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ-সহ একাধিক ফিচার পাওয়া যাবে।
কী ভাবে ব্যবহার করা যাবে অ্যাপটি?
Google Play Store-থেকে iMobile Pay অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। তার পর অ্যাপটি খুলে একটি ফোর ডিজিট লগ-ইন PIN সেট করতে হবে। ফিঙ্গার প্রিন্টের সাহায্যেও লগ-ইন করার অপশন রয়েছে। তবে বর্তমানে এটি শুধু iOS ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
এ বার অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। এ ক্ষেত্রে স্ক্রিনে ‘link account’ অপশনে ক্লিক করতে হবে। তার পর সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টটি লিঙ্ক করানোর জন্য প্রয়োজনীয় তথ্যগুলি দিতে হবে। প্রয়োজনে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও লিঙ্ক করাতে পারেন ব্যবহারকারীরা।
সবশেষে UPI ID জেনারেট করার পালা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে একটি UPI ID জেনারেট করতে হবে। এর পর টাকা লেনদেন করতে কাজে লাগবে এই UPI ID। সমস্ত লিঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু একই থাকবে এই UPI ID। এ ক্ষেত্রে নিজের পছন্দমতো অ্যাকাউন্ট নির্বাচন করে খুব সহজেই টাকা পাঠানো যাবে।
এই বিষয়ে ICICI ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর অনুপ বাগচি জানিয়েছেন, এই নতুন অ্যাপের মাধ্যমে এ বার থেকে যে কোনও ব্যাঙ্কের গ্রাহক দ্রুত ও নিরাপদে টাকার লেনদেন করতে পারবেন। একটি অ্যাপেই গ্রাহকরা তাঁদের সমস্ত অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারবেন। আশা করা হচ্ছে এই অ্যাপ ব্যবহারের মধ্য দিয়ে একটি বড় সংখ্যক গ্রাহক উপকৃত হবেন। বাড়িতে বসেই একাধিক পরিষেবা পেয়ে যাবেন। আর এখানেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগের সার্থকতা!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICICI Bank