গ্রীষ্মের দহন শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। প্রায় সমস্ত ঘরেই চলছে এসি বা কুলার। তবে ভারতের বেশিরভাগ বাড়িতেই এসি নেই। সেখানে একমাত্র উপায় কুলার। গরম পড়ার আগেই কুলার সার্ভিসিং করা দরকার। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, কুলারে ওয়াটার পাম্প নষ্ট হয়ে যায় শীতকালে না ব্যবহার করার ফলে। এই অবস্থায়, কী করা যেতে পারে! অনেক সময়ই পাম্প বদলে ফেলার কথা ভাবা হয়। কিন্তু তা না করে, খুব সহজেই মেরামত করে ফেলা যায়।
এয়ার কুলারের কুলিং প্যাডে জল সরবরাহ করতে একটি পাম্প ব্যবহার করা হয়। এটি নষ্ট হলে ফেলে দেন অনেকে। কিন্তু তার আগে দেখে নিতে হবে কিছু বিষয়—
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
প্রথমে ওয়াটার পাম্পের পিছনের ক্যাপটি খুলে দেখতে হবে। এখানে তামার বাঁধাইয়ে কোনও ফুটো আছে কিনা তা দেখতে হবে। ফুটো হয়ে গেলে আর কিছু করার নেই। তবে কার্বন জমা বা অন্য কোনও সমস্যা থাকলে তা মেরামত করা যাবে। ফলে ঢাকনাটি খুললে যে ছোট মোটরটি দেখা যাবে, তাও দেখে নিতে হবে।
এর ভিতরে একটি চুম্বক বসানো থাকে। তার উপর কার্বন জমে যেতে পারে। শিরিষ কাগজ দিয়ে ঘষে দিলে ওই জমে থাকা কার্বন পরিষ্কার হয়ে যাবে। তখন পাম্প আবার কাজ করবে।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
তাছাড়া, মোটরের শ্যাফ্ট বের করে দেখতে হবে। দীর্ঘদিন চলতে চলতে শ্যাফ্টের একটি মোটা ও একদিক পাতলা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এই শ্যাফ্ট বদলে ফেলতে হবে।
সাইকেল মেরামতের দোকান থেকে ব্যবহৃত স্পোক নিয়ে আসা যেতে পারে। মাত্র ৫ টাকা দাম দিতে হবে হয়তো। এটি পুরনো শ্যাফ্ট-এর আকারে কেটে নিয়ে পুরানো শ্যাফ্টের জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর সব ক্যাপ আবার লাগিয়ে দিতে হবে। ঠিক করে করতে পারবে পুরনো পাম্প আবার কাজ করতে শুরু করবে।
তবে মনে রাখতে হবে, যেকোনও বৈদ্যুতীন যন্ত্রে কাজ করার সময় সতর্কতা বজায় রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air cooler, Tech tips