হোম /খবর /প্রযুক্তি /
আপনার ফোনে কি 5G সাপোর্ট করে? চেক করার উপায় জেনে নিন

আপনার ফোনে কি 5G সাপোর্ট করে? চেক করার উপায় জেনে নিন

5G: মাত্র কয়েক সেকেন্ডে চেক করে নিন, আপনার স্মার্টফোনের ৪জি নেটওয়ার্ককে ৫জিতে রূপান্তরিত করা যাবে কিনা!

  • Share this:

কলকাতা: জনপ্রিয় বিভিন্ন কোম্পানি দেশে ৫জি স্মার্টফোন বিক্রি শুরু করেছে। একই সময়ে, দুটি শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা Jio এবং Airtel দেশের বিভিন্ন শহরে দ্রুত ৫জি নেটওয়ার্ক পরিষেবা সরবরাহ করছে। উভয় সংস্থাই এই পর্যন্ত দেশের হাজার হাজার শহর ও গ্রামে ৫জি মোবাইল পরিষেবা চালু করেছে।

কিন্তু অনেকেই আছেন যাঁরা এখনও ৪জি পরিষেবা ব্যবহার করছেন। তাঁদের এলাকায় ৫জি পরিষেবা শুরু করা হলেও, তাঁরা জানেন না যে, তাঁদের স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক রয়েছে কি না।

৫জি প্রযুক্তি ইন্টারনেটের যুগে একটি বড় পরিবর্তন। এটি আমাদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। ৫জি পরিষেবাতে খুব দ্রুত ইন্টারনেট গতি পাওয়া যায়, যার কারণে বড় কাজগুলিও সহজেই করা যায়।

আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা! Realme 11 Pro+ 5G কি হয়ে উঠবে আপনার স্বপ্নের ফোন?

জেনে রাখা প্রয়োজন ৫জি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ২০ জিবি গতিতে ডেটা স্থানান্তর করা যেতে পারে, যেখানে ৪জি নেটওয়ার্কে এই গতি ১ জিবি প্রতি সেকেন্ডে।

কেউ চাইলে মাত্র কয়েক সেকেন্ডে নিজেদের স্মার্টফোনের ৪জি নেটওয়ার্ককে ৫জিতে রূপান্তরিত করতে পারেন। একবার ৫জি নেটওয়ার্কে স্যুইচ করলে, নিজেদের ফোনে বহুগুণ দ্রুত ইন্টারনেট গতি পাওয়া যাবে।

কিন্তু, নিজেদের ফোন ৫জি নেটওয়ার্ক সমর্থন করে কি না, তা খুব সহজেই পরীক্ষা করা যেতে পারে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে কেউ নিজেদের স্মার্টফোনের ৪জি নেটওয়ার্ককে ৫জিতে রূপান্তরিত করতে পারবেন।

আরও পড়ুন- WhatsApp-এর এই গুরুত্বপূর্ণ ফিচারকে কাজে লাগান না বেশিরভাগ লোকেই! এখনই জেনে নিন

১) এর জন্য প্রথমেই নিজেদের ফোনের নেটওয়ার্ক সেটিংসে যেতে হবে। এর জন্য, সেটিং অপশনে গিয়ে নেটওয়ার্ক সেটিংস অপশন ওপেন করতে হবে।

২) এর পরে সেই মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর কেউ যদি দুটি সিম ব্যবহার করেন, তাহলে এখানে তিনি উভয় সিমের বিকল্প দেখতে পাবেন।

৪) এরপর সেই সিমটি নির্বাচন করতে হবে যেখানে ব্যক্তি ৫জি নেটওয়ার্ক চেক করতে চান।

৫) এটি নির্বাচন করার পরে, পছন্দের নেটওয়ার্ক প্রকারের বিকল্পটি নির্বাচন করতে হবে।

৬) এরপর 2G/3G/4G/ নির্বাচন করতে হবে। সেখানে LTE/VoLTE/ 5G লেখাও পাওয়া যাবে।

কেউ যদি এখানে ৫জি লেখা দেখতে পান, তাহলে বুঝতে হবে যে ফোনটি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। অর্থাৎ সেই ফোনে ৫জি সিম ইনস্টল করা যেতে পারে। যদি এখানে ৫জি লেখা না থাকে, তাহলে সেই ফোন ৫জি নেটওয়ার্ক সমর্থন করে না ধরে নিতে হবে।

Published by:Suman Majumder
First published:

Tags: 5G, 5G Network