#নয়াদিল্লি: একের পর এক দুর্দান্ত অফার নিয়ে এসে টেলিকম দুনিয়ায় শোরগোল ফেলে গিয়েছে রিল্যায়েন্স ৷ জিও-কে টেক্কা দিতে হিমশিম খাচ্ছে বাকি সংস্থাগুলি ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে বাকি সংস্থাও একাধিক অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য ৷ জিও-র বিভিন্ন প্ল্যানকে টেক্কা দিতে এবার আওয়ারলি অফার নিয়ে এসেছে ভোডাফোন ৷
আনলিমিটেড এই প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৭ টাকা থেকে ৷ নতুন অফারের নাম দেওয়া হয়েছে ‘সুপার আওয়ার ’ ৷ আনলিমিটেড 3G/4G পাশাপাশি থাকছে ভোডাফোন-ভোডাফোন ফ্রি লোকাল কলের সুবিধা ৷
সুপার প্যাকে রয়েছে ‘সুপার আওয়ার’, ‘সুপার ডে’, সুপার উইক ও সুপার নাইট অফার ৷ গ্রাহকরা My Vodafone অ্যাপের মাধ্যমে তাদের পছন্দের প্যাকটি বেছে নিতে পারবেন ৷
এছাড়া USSD কোড ডায়েল করেও প্ল্যান অ্যাক্টিভেট করা যেতে পারে ৷
৭ টাকার প্যাকে আনলিমিটেড ভোডাফোন-ভোডাফোন লোকাল করা যাবে এক ঘণ্টা ৷
২১ টাকা- আনলিমিটেড 4G/3G ডেটা মিলবে এক ঘণ্টার জন্য ৷
১৮ টাকা- এই প্যাকে সারাদিন আলিমিটেড ভোডাফোন-ভোডাফোন লোকাল ও এসটিডি করা যাবে ৷ সঙ্গে 100 MB 3G/4G ডেটা মিলবে 4G হ্যান্ডসেটে ৷
৫২ টাকা- ২৫০ এমবি ফোর জি অথবা থ্রি জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। বৈধতা ৭ দিন।
৮৭ টাকা-২৫০ এমবি ফোর জি অথবা থ্রি জি ইন্টারনেট পরিষেবার সঙ্গে ১০০ মিনিট পর্যন্ত যেকোনও নেটওয়ার্কে কলের ছাড়। বৈধতা ৭ দিন।
৩৩ টাকা- রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ফোর জি অথবা থ্রি জি ইন্টারনেট পরিষেবার সুবিধা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Data Packs, Data War, Unlimited 'SuperHour' Offers, Vodafone, Vodafone New Offers