#নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে ওয়াই-ফাই সিগন্যাল কাজ করে না মাঝেমধ্যেই। প্রত্যন্ত অঞ্চল হোক অথবা বড় শহরের বেশি জনবসতিপূর্ণ এলাকা, ইন্টারনেট স্লো হয়ে যাওয়া বা কাজ না করার মতো সমস্যা হামেশাই হয় এদেশে। তবে খুব তাড়াতাড়িই এই সমস্যা থেকে মুক্তি পাবেন দেশবাসী।
গত বুধবার কেন্দ্রীয় সরকার, কয়েক লক্ষ পাবলিক ওয়াই-ফাই হটস্পট বসানোর অনুমতি দিয়েছে সারা দেশে। এই ওয়াই-ফাই হটস্পট বসানো হলে, আপনি ইন্টারনেট ব্যবহারের সুবিধে পেতে পারেন রেসিডেনশিয়াল এলাকায় বসবাসকারী কোনও ব্যক্তির থেকে অথবা পাড়ার কোনও চায়ের দোকানে।
বুধবার ইউনিয়ন ক্যাবিনেট থেকে অনুমোদন পেয়েছে এই পাবলিক ওয়াই-ফাই অ্যাকসেস ইন্টারফেস (WANI)প্রজেক্ট। ইউনিয়ন ক্যাবিনেটের নেওয়া এই পদক্ষেপ ১৯৯০-এর পিসিও মুভমেন্টের মতোই একটি যুগান্তকারী ঘটনা বলে ধরা হচ্ছে। ১৯৯০ সালের এই পিসিও মুভমেন্ট, অসংখ্য মানুষকে সাহায্য করেছিল খুব সহজে এবং ন্যূনতম ব্যয়ে পাবলিক-ফোন সংযোগের অ্যাকসেস পেতে।
Antara Dey