Home /News /technology /

চালু হল গুগল স্টেশন , এবার শপিং মল, ক্যাফেতে নিখরচায় মিলবে WiFi

চালু হল গুগল স্টেশন , এবার শপিং মল, ক্যাফেতে নিখরচায় মিলবে WiFi

মঙ্গলবার গুগল স্টেশন চালু করল সার্ট জায়েন্ট গুগল ৷ ভারতে বেশিরভাগ মানুষকে ইন্টারনেট পরিষেবার পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: মঙ্গলবার গুগল স্টেশন চালু করল সার্ট জায়েন্ট গুগল ৷ ভারতে বেশিরভাগ মানুষকে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল ৷ পাশাপাশি ভিডিও অ্যাপ ‘ইউটিউব গো’ লঞ্চ করল গুগল ৷

  সংস্থার তরফে জানানো হয়েছে ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য অফলাইন পরিষেবা আনা হবে ৷ তাদের দাবি ২জি ফোনে দ্রুত গুগল প্লে চালানোর সুবিধা এনেছে তারা। নতুন ক্রোম ব্রাউজারে দ্বিগুণ গতিতে পেজ লোড করা যাবে ৷

  যে সব জায়গায় প্রচুর সংখ্যাক মানুষ রোজ জমা হোন যেমন শপিং মল, কাফে, বাসস্টপ, বিশ্ববিদ্যালয় ওয়াই ফাই হটস্পট তৈরি করেছেন তারা ৷

  ‘আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের হাতের মুঠোই দ্রুত গতির নেট পরিষেবা দেওয়া’, জানিয়েছে সংস্থার ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত  ৷ বর্তমানে ভারতের ৫৩টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেয় গুগল ৷ বছরের শেষে ১০০টি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়া তাদের লক্ষ্য ৷

  First published:

  Tags: Bengali News, ETV News Bangla, Google, Public Wi-Fi to School, WIFI

  পরবর্তী খবর