• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • লকডাউনে আটকে? কোথায় থাকবেন, কোথায় খাবেন, হদিশ দিচ্ছে Google, জানালেন মন্ত্রী

লকডাউনে আটকে? কোথায় থাকবেন, কোথায় খাবেন, হদিশ দিচ্ছে Google, জানালেন মন্ত্রী

কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগ এই কাজ করছে গুগুল ইন্ডিয়া৷ ফলে লকডাউনে কেউ কোথাও আটকে পড়লে থাকা-খাবার জায়গার খোঁজ পাওয়া যাবে Google-র মাধ্যমে৷

কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগ এই কাজ করছে গুগুল ইন্ডিয়া৷ ফলে লকডাউনে কেউ কোথাও আটকে পড়লে থাকা-খাবার জায়গার খোঁজ পাওয়া যাবে Google-র মাধ্যমে৷

কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগ এই কাজ করছে গুগুল ইন্ডিয়া৷ ফলে লকডাউনে কেউ কোথাও আটকে পড়লে থাকা-খাবার জায়গার খোঁজ পাওয়া যাবে Google-র মাধ্যমে৷

 • Share this:

  #নয়াদিল্লি: লকডাউনে আটকে পড়েছেন অনেকেই৷ দেশজুড়ে একটা ছন্নছাড়া দশা৷ অনেকেই ফিরতে পারেননি বাড়ি৷ আটকে পড়েছেন দূর দেশে৷ অচেনা জায়গায় মেলেনি কোনও খাবার বা কোনও থাকার জায়গা৷ এবার গুগুলের হাত ধরে সেই থাকা-খাবার জায়গার হদিশ মিলবে৷ এই কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷

  কেন্দ্রীয় সংস্থার সঙ্গে একযোগে এই জায়গাগুলি খুঁজে নিজেদের ম্যাপে বসিয়ে দিচ্ছে গুগুল৷ প্রায় ৩০টি শহরের মধ্যে কোথায় রয়েছে রিলিফ সেন্টার, তা দেখা যাবে গুগুল ম্যাপেই৷ ফুড শেলটার ও নাইট শেলটার সার্চ করলেই নির্দিষ্ট জায়গাগুলি সামনে আসবে৷

  মুঠোফোনের দুনিয়ায় বিভিন্ন শ্রেণী নির্বিশেষে গুগুলের ওপর ভরসা রাখেন অনেক মানুষ৷ তাই লকডাউনে সকলের কাছে এভাবেই নিজেদের পরিষেবা নিয়ে এল গুগুল৷ বাড়ি থেকে বহুদূরে, কষ্টে থাকা মানুষগুলি এখন ম্যাপ দেখেই পৌঁছে যেতে পারবেন এই শেলটার গুলিতে, যেখানে এই কয়েকদিন খেতে পারবেন তারা৷ মাথার উপর পাবেন ছাদও৷

  Published by:Pooja Basu
  First published: