Gionee Max: আজ, ৩১ অগাস্ট প্রথমবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Gionee Max। Gionee Max-এর বিশেষ আকর্ষণ এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা কোর প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা। জিওনি ম্যাক্সে ফোনটি দাম মাত্র ৫,৯৯৯ টাকা। এতো কম দাম কিন্তু ফিচারের দিক থেকে কোম্পানি কোনও কম্প্রোমাইজ করে নি কোম্পানি। আজ দুপুর ১২টা থেকে Flipkart-এ পাওয়া যাবে এই ফোনটি।
লঞ্চ অফার হিসাবে রয়েছে আকর্ষণীয় অফার। গ্রাহরা যদি ফোনটি কেনার সময় Flipkart Axis Bank ও Axis Bank Buzz ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ৫% ডিসকাউন্ট। ফোনটির নো কস্ট ইএমআই শুরু হবে ৬৬৭ টাকা থেকে।
জিওনি ম্যাক্স ফোনে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস কার্ভাড গ্লাস ডিসপ্লে যার পিক্সেল রেজুলেশন ১৫৬০ x ৭২০। ফোনটিতে পাবেন ১.৬ গিগাহার্টজ Unisoc SC9863A অক্টা কোর প্রসেসর আর গ্রাফিক্সের জন্য রয়েছে IMG8322 GPU। ফোনটিতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ বিকল্প পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০। জিওনি ম্যাক্সে রয়েছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেসর।
ছবি তোলার জন্য Gionee Max-এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। তাতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটি ডেপথ সেন্সর। সেই সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশও। সেলফির জন্য এখানে পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটির একটি বিশেষ ফিচার হল এই ফোন রিভার্স চার্জিং সাপোর্ট করে। মানে আপনি এই ফোন থেকে অন্য ফোন চার্জ করতে পারবেন।
কানেক্টিভিটির জন্য Gionee Max-এ রয়েছে 4G Volte,ওয়াই-ফাই ৮০২.১১ বি / জি / এন, ব্লুটুথ ৪.২, জিপিএস এবং মাইক্রো-ইউএসবি পোর্ট। এই ফোনে পাবেন ডুয়েল সিম সাপোর্ট। এছাড়াও রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং এফএম রেডিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gionee