• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • জানেন কবে নাগাদ হাতে পাবেন নতুন জিও ফোন ?

জানেন কবে নাগাদ হাতে পাবেন নতুন জিও ফোন ?

ফের চমক। আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। নিখরচায় ফোর-জি ফোন দেওয়ার ঘোষণা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির।

ফের চমক। আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। নিখরচায় ফোর-জি ফোন দেওয়ার ঘোষণা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির।

ফের চমক। আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। নিখরচায় ফোর-জি ফোন দেওয়ার ঘোষণা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির।

 • Share this:

  #মুম্বই: ফের চমক। আক্ষরিক অর্থেই জিও বিপ্লব। নিখরচায় ফোর-জি ফোন দেওয়ার ঘোষণা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় বহু প্রতীক্ষিত ফোর জি ফিচার ফোনের আনুষ্ঠানিক প্রকাশ করলেন রিলায়েন্স কর্তা।

  এদিন মুকেশ আম্বানি ঘোষণা করেছেন ২৪ অগাস্টে প্রি-বুকিং করা যাবে ৷ তিনি আরও বলেন এই ফোন বানিয়ে নতুন রের্কড গড়বে জিও ৷ এই ফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি টিভির সঙ্গে কানেক্ট করা যাবে ৷

  জিও-র এই ফিচার ফোন VoLTE নেটওয়ার্কে চলবে ৷ জিও টিভি ও জিও সিনেমা অ্যাপস ফোনে প্রি ইনস্টল করা থাকবে ৷ হ্যান্ডসেট ২২ টি ভারতীয় ভাষা সাপোর্ট করবে ৷

  -১৫ অগাস্ট থেকে পরীক্ষামূলকভাবে মিলবে ফোনটি ৷

  - প্রত্যেক সপ্তাহে ৫০ লক্ষ ফোন পাওয়া যাবে ৷

  -এই ফোনের জন্য সংস্থা ১৫০০ টাকা জমা দিতে হবে ৷ যা তিনবছর পর ফিরিয়ে দেওয়া হবে ৷

  প্রি বুকিং করবে কী করে ?

  - Jio.com বা জিও ডিজিটাল স্টোর থেকে প্রি বুকিং করতে হবে ফোনের ৷ -এরপর সেপ্টম্বর মাসে ফোনটি হাতে পাবে গ্রাহকরা ৷ -২৪ অগাস্ট থেকে প্রি বুকিং করতে পারবেন গ্রাহকরা ৷ -জিও ফোন ব্যবহারকারীরা ১৫৩ টাকায় ভয়েস কল ও আলিমিটেড ডেটা পেয়ে যাবেন ৷

  First published: