হোম /খবর /প্রযুক্তি /
Flipkart-এর দুর্দান্ত সেল! যে ফোন কেনার স্বপ্ন দেখেন সেটাই এবার দারুন সস্তায়

Flipkart-এর দুর্দান্ত সেল! যে ফোন কেনার স্বপ্ন দেখেন সেটাই এবার দারুন সস্তায়

Flipkart Sale: সস্তায় স্মার্টফোন এবং বৈদ্যুতীন সামগ্রী। Flipkart-এ এমন সেল কিন্তু বারবার আসে না।

  • Share this:

কলকাতা:  চৈত্র মাস এখনও পড়েনি। তাতে কী! সেলের বাজার শুরু হয়ে গিয়েছে। আর সেই সুযোগেই নানা ধরনের আধুনিক গ্যাজেট পাওয়া যাবে সুলভ মূল্যে।

Flipkart-এর ‘বিগ সেভিং ডেজ’ সেল শুরু হয়েছে ১১ মার্চ থেকে। যে কোনও গ্রাহক এই ছাড়ের সুবিধা নিতে পারেন। এই সেল চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

Flipkart Plus-এর সদস্যরা অবশ্য ১০ মার্চ থেকে এই সুবিধাগুলি পেয়েছেন। অন্য সমস্ত পণ্যের সঙ্গেই গ্রাহকরা সস্তায় স্মার্টফোন এবং বৈদ্যুতীন সামগ্রী কিনতে পারবেন। জেনে নেওয়া যাক কী কী সামগ্রী পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে—

আরও পড়ুন- সস্তায় পুষ্টিকর Boult -এর এই ইয়ারফোন! দারুন ‘নয়েজ ক্যানসেলেশন’, দামও কম

যদি কেউ Google Pixel 6a কিনতে চান তাহলে তাঁকে 28,999 টাকার পরিবর্তে দিতে হবে মাত্র ২৬,৯৯৯ টাকা। তার উপর গ্রাহক যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তবে লেনদেনে 10 শতাংশ ছাড় পাবেন অতিরিক্ত।

Nothing Phone 1 একটি অন্য ফোন। মৌলিকতা রয়েছে এর নকশায়। এতে রয়েছে একটি ইউনিক রিয়ার প্যানেল। সেল চলাকালীন গ্রাহকরা এই ফোনটি ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ২৫,৯৯৯ টাকায় কিনতে পারেন।

শুধু তাই নয়, এই সেলে iPhone 14 এবং iPhone 14 Plus-এও পাওয়া যাবে বিস্তর ছাড়। Apple-এর সাম্প্রতিকতম স্মার্টফোন iPhone 14 এবং iPhone 14 Plus ফোনগুলি ৭০ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। iPhone 14-এর প্রাথমিক ভেরিয়েন্টেটিই সাধারণত ৭৯,৯০০ টাকায় পাওয়া যায়।

এদিকে, Google Pixel 7 কিনতে চাইলে এই সেলে ফোনটি ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৪৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। একই ভাবে, Pixel 7 Pro-কিনতে চাইলে বিশেষ ছাড়ে তা পাওয়া যাবে ৮৪,৯৯৯ টাকার পরিবর্তে ৬৭,৯৯৯ টাকায়।

আরও পড়ুন- কষ্ট করার দিন শেষ! এবার ঘর ঝেড়ে-মুছে একদম ঝকঝকে করে দেবে রোবোট

বড়সড় ছাড় পাওয়া যাবে Samsung Galaxy S21 FE ফোনেও। বাজারে এই ফোনটির দাম ৩৭,৪৫০ টাকা। কিন্তু Flipkart-এর বিশেষ ছাড়ে তা পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়।

নান রকমের আকর্ষণীয় ছাড় পাওয়ার জন্য শীঘ্রই কিনে ফেলতে হবে নিজের পছন্দের ডিভাইসটি। না হলে স্টক ফুরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Published by:Suman Majumder
First published:

Tags: Flipkart, IPhone