#হায়দরাবাদ: PSLV-C51 Amazonia Mission এ PSLV চেপে অন্তরীক্ষে পাড়ি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ছবি৷ তার সঙ্গে শ্রীমদ্ভগবদগীতা৷ অন্তরীক্ষযানের টপ প্যানেলে রয়েছেন নরেন্দ্র মোদির ছবি অন্যদিকে এসকেআইএসডি অর্থাৎ ডিজিটাল কার্ডে রয়েছে গীতা৷ এদিকে এটাই ২০২১ -র ইসরো -র(The Indian Space Research Organisation) প্রথম মিশন৷ ISRO-র প্রধান কে শিভন রবিবার এর জন্য ব্রাজিলের দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন৷ এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) C51 ব্রাজিলের আমাজনিয়া -১ স্যাটেলাইট এবং আরও ১৮ টি স্যাটেলাইট নিয়ে পাড়ি জমাল৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই মিশন উৎক্ষিপ্ত হল৷
শিভন জানিয়েছেন ভারত ও ইসরো ব্রাজিলের আমাজোনিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করতে পারায় গর্বিত৷ লঞ্চ ইভেন্টে তিনি জানিয়েছেন, ‘এই মিশনে ভারত ও ইসরো খুবই গর্বিত, সম্মানিত এবং খুশি৷ ব্রাজিলের প্রথম ডিজাইন করা , বানানো ও অপারেটেড হওয়া এই স্যাটেলাইট৷ আমি ব্রাজিলিয়ান দলকে শুভেচ্ছা জানাই৷ এই স্যাটেলাইট একেবারে দারুণ অবস্থায় রয়েছে৷ এর জন্য গোটা ব্রাজিলীয় দলকে আমি প্রশংসা করি৷ ’
#WATCH ISRO's PSLV-C51 carrying Amazonia-1 and 18 other satellites lifts off from Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/jtyQUYi1O0
— ANI (@ANI) February 28, 2021