#মেক্সিকো: ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নান ভুয়ো অ্যাকাউন্ট আর ভুয়ো খবরের ছড়াছড়ি৷ সেগুলি চিহ্নিত করাও বেশ সহজ৷ কিন্তু ইদানিং রহস্যময় একটি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক ব্যবহারকারী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা তো বটেই, খোদ ফেসবুকের বিশেষজ্ঞরাও মাথার চুল ছিঁড়ছেন৷
'Selene Delgado Lopez' নামে এক মহিলার এই ফেসবুক অ্যাকাউন্টটি এখন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে৷ এই মহিলা নাকি বিশ্বজুড়ে প্রায় সমস্ত ফেসবুক ব্যবহারকারীর 'ফ্রেন্ড লিস্ট'-এ রয়েছেন৷ এমন বহু রিপোর্ট জমা পড়েছে ফেসবুকে৷ মজার বিষয় হল, চাইলেও নাকি এই মহিলাকে বন্ধু তালিকা থেকে সরাতে পারছেন না কেউ!
কিন্তু কে এই সেলেনে ডেলগাডো লোপেজ?
সেলেনে ডেলগাডো লোপেজ কি আপনারও ফেসবুক বন্ধু?Forbes পত্রিকার একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আসলে লোপেজ নামে এই মহিলার অ্যাকাউন্টিই ভুয়ো৷ সেই কারণেই তাকে আনফ্রেন্ড করার অপশনও পাওয়া যাচ্ছে না৷ এই মহিলাকে নিয়ে চর্চা শুরু হওয়ার পর অনেকেই নিজেদের প্রোফাইলে ঘেঁটে দেখেন যে তাঁদের ফ্রেন্ড লিস্টেও লোপেজ আছেন কিনা৷ দেখা যায়, Selene Delgado Lopez নাম দিয়ে খোঁজ করলে একটি প্রোফাইল পাওয়া যাচ্ছে, কিন্তু তাতে Add Friend অপশন নেই! তবে এমন নয় যে সেটি কোনও পেজ৷ সাধারণ ফেসবুক অ্যাকাউন্ট হলেও সেখানে অ্যাড Add Friend-এর বদলে Send Message অপশন দেওয়া হচ্ছে৷
তবে রহস্যময় এই মহিলা প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর বন্ধু তালিকায় রয়েছে, এমন সম্ভাবনা কম৷ কারণ নিয়ম অনুযায়ী একটি অ্যাকাউন্ট একজন ব্যবহারকারী ফ্রেন্ড লিস্ট-এ পাঁচ হাজার জনকে রাখতে পারেন৷ ফলে বিশ্বজুড়ে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর বন্ধু তালিকায় লোপেজ রয়েছেন, এমন সম্ভাবনা কম৷ কিছু ফেসবুক ব্যবহারকারী চাইলে নিজেদের প্রোফাইল এডিট করে অ্যাড ফ্রেন্ড অপশনটি শুধুমাত্র নিজের বন্ধু তালিকায় যাঁরা আছেন, তাঁদের বন্ধুর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন৷ এমন কোনও ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে যে ব্যক্তির কোনও কমন ফ্রেন্ড থাকবে না, তিনি তাঁকে বন্ধু তালিকায় যোগ করতে গেলে শুধুমাত্র Send Message অপশনটি পাবেন৷ বন্ধু হওয়ার ইচ্ছেপ্রকাশ করে তাঁকে মেসেজ পাঠালে তিনি উল্টে Friend Request পাঠাবেন৷
কিন্তু এই Selene Delgado Lopez নামের উৎপত্তি হল কোথা থেকে? এই রহস্যময় নামের প্রোফাইল নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে ফেসবুকে একই নামে আরও ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছে৷ কিন্তু প্রথম যে প্রোফাইলটি তৈরি হয়েছিল, তার পিছনে ঘটনাক্রমেরও খোঁজ মিলেছে৷ মেক্সিকোয় এই একই নামের এক মহিলাকে নিয়ে জনপ্রিয় একটি গল্প প্রচলিত আছে৷ শোনা যায়, প্রায় তিরিশ বছর আগে নাকি তিনি নিখোঁজ হয়ে যান৷ সম্প্রতি মেক্সিকোর একটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন বিরতিতে নিখোঁজ মানুষের তালিকায় ফের এই নামের মহিলা এবং তাঁর ছবি দেখানো হয়৷ কিন্তু দিন আগে চ্যানেলের প্রচার কৌশলের অঙ্গ হিসেবে রাত তিনটের সময় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভয়ের ভিডিও পোস্ট করা হয়৷ তার মধ্যেও নাকি এই মহিলার নাম এবং ছবি দেখানো হয়েছিল৷ পরে তা সরিয়েও নেওয়া হয়৷ যদিও এর প্রভাবে মেক্সিকোর ওই চ্যানেলটি একাধিক সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে৷ এর পর থেকেই ফেসবুকে Selene Delgado Lopez-এর নামে রহস্যময় প্রোফাইলের আবির্ভাব৷
আপাতত ওই লোপেজের নামে এই ফেসবুক অ্যাকাউন্টটি ক্ষতিকারক নয় বলেই খবর৷ কিন্তু যেভাবে তা ভাইরাল হচ্ছে, তাতে এই প্রোফাইল ব্যবহার করেই হয়তো কিছু দিনের মধ্যে ফেসবুকে প্রতারণার ফাঁদ পাততে পারেন কেউ কেউ, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না!