#নয়াদিল্লি: ফেস্টিভ সিজন শুরু হতেই একের পর এক ধামাকেদার অফার নিয়ে আসতে শুরু করে দিয়েছে মোবাইল সংস্থাগুলি ৷ গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এল বিভিন্ন মোবাইল সংস্থা ৷ আপনিও কী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে বাম্পার ডিসকাউন্ট ৷ বাজেটের মধ্যে স্টাইলিশ ফোন চান ? তাহলে আফনার জন্য রয়েছে জোপোর এই হ্যান্ডসেটটি ৷ জোপোর সি ১ মোবাইলে বাম্পার ছাড় দিচ্ছে জোপো ৷ অনলাইম শপিং সাইট Shopclues-এ এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ৩,৯৯৯ টাকায় ৷ বাজারে এই ফোনটির দাম ৬,৯৯৯ টাকা ৷ একটি প্রমোশনাল অফারের মাধ্যমে এই ফোনটিতে দেওয়া হচ্ছে ৩০০০ টাকার ছাড় ৷ চলতি বছরের জানুয়ারি মাসে ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ করা হয় ৷ সাদা ও কালো এই দুটি রঙে ফোনটি পাওয়া যাবে ৷ ফোনে রয়েছে ৪.২ ইঞ্চির ডিসপ্লে ৷ ফোনের স্ক্রিনের রেজেলিউশন 480 x 854 পিক্সেল ৷ ফোনে রয়েছে কোয়াড কোর মিডিয়াটেক প্রোসেসর ৷ পাশাপাশি রয়েছে ১ জিবি র্যাম ৷ রয়েছে ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ৷ তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৩ জিবি পর্যন্ত তা এক্সপ্যান্ড করা সম্ভব ৷ হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৷ দুটি ক্যামেরাতে রয়েছে এলইডি ফ্ল্যাশ রয়েছে ৷ রয়েছে ১৭০০ mAh ব্যাটারি ৷ কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও মাইক্রো ইউএসবি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 3999 campaign, Android Lollipop, Color C1, Display, Promotional attempt, Quad-core MediaTek processor, Zopo#Zopo Color C1 features