corona virus btn
corona virus btn
Loading

মাত্র ২৯৯ টাকার ফোন এবার আসছে বাজারে !

মাত্র ২৯৯ টাকার ফোন এবার আসছে বাজারে !

দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিযোগিতার ছড়াছড়ি ৷

  • Share this:

#নয়াদিল্লি:  দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে এখন প্রতিযোগিতার ছড়াছড়ি ৷ সবচেয়ে কম দামে স্মার্টফোন বা ৪জি ডেটা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে গ্রাহকদের ৷ এই ব্যাপারে অবশ্য বাকিদের থেকে অনেকাংশেই এগিয়ে রিলায়্যান্স জিও ৷ সম্প্রতি ১৫০০ টাকার ৪জি ফোন বাজারে এনেছে রিল্যায়েন্স ৷ কিন্তু এবার যে দামের ফোন বাজারে আসতে চলেছে, তা কল্পনারও অতীত !

ভারতীয় সংস্থা ডিটেল নিয়ে এসেছে মাত্র ২৯৯ টাকার ফোন। এত কম মূল্যে ফোন এনে তারা জিওকে টক্কর দেওয়ার জন্য তৈরি। ফোনটি-র দাম আদতে ২৬৬.৯৬ টাকা ৷ এর সঙ্গে জিএসটি যুক্ত হয়ে ফোনটির দাম দাঁড়িয়েছে ২৯৯ টাকা ৷

অনলাইনে কিনতে পাওয়া যাবে এই ফোন ৷ ক্যাশ অন ডেলিভারি এবং ডেবিট-ক্রেডিট পেমেন্ট বা নেট ব্যাঙ্কিং, সবের মাধ্যমেই এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা বলে সংস্থা সূত্রে খবর ৷

এত সস্তার ফোনেও ব্যাটারি অত্যন্ত ভাল ৷  একবার চার্জ দিলে অন্তত ১৫ দিন চার্জ না দিলেও চলবে বলে দাবি সংস্থার ৷ সিঙ্গল সিমের এই ফোনটির দৈর্ঘ্য ১.৪৪ ইঞ্চি ৷ তবে ৪জি বা ৩জি নয় ৷ ফোনটি শুধুমাত্র ২জি নেটওয়ার্কই সাপোর্ট করবে ৷

detel-main-e1503135874822-600x330

First published: August 21, 2017, 9:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर