হোম /খবর /প্রযুক্তি /
গোপনে কে নজর রাখছে আপনার Facebook অ্যাকাউন্টের উপর? খুব সহজেই সন্ধান মিলবে

গোপনে কে নজর রাখছে আপনার Facebook অ্যাকাউন্টের উপর? খুব সহজেই সন্ধান মিলবে

গোপনে কে নজর রাখছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর? খুব সহজেই সন্ধান মিলবে!

গোপনে কে নজর রাখছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর? খুব সহজেই সন্ধান মিলবে!

আপনার Facebook অ্যাকাউন্টের কেউ পিছু নিয়েছে কি না, তা বোঝার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে

  • Share this:

Facebook: আপনার Facebook অ্যাকাউন্টের উপর অনেকেই নজর রাখেন। লুকিয়ে লুকিয়ে Facebook অ্যাকাউন্ট দেখে নেন। কিন্তু আপনার কাছে সেই সম্পর্কিত কোনও ধারণাই নেই। তবে একটু চেষ্টা করলেই, জানা যাবে আপনার Facebook প্রোফাইলের পিছু নেওয়া বন্ধুটির নাম। জানা যাবে, সম্প্রতি কে আপনার Facebook প্রোফাইল ভিজিট করেছে! কিন্তু কী ভাবে? দেখে নেওয়া যাক!

আপনার Facebook অ্যাকাউন্টের কেউ পিছু নিয়েছে কি না, তা বোঝার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে। এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই নিজেদের ডেস্কটপের ব্রাউজারে গিয়ে Facebook.com খুলতে হবে। ফেসবুকের হোম পেইজ খুলে গেলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর হোম পেইজের যে কোনও জায়গায় রাইট ক্লিক করতে হবে। এবার ভিউ পেইজ সোর্স (View Page Source) অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ফেসবুক হোম পেইজের জন্য একটি সোর্স কোড খুলে যায়।

এবার এই সোর্স কোড থেকে 'BUDDY_ID' সার্চ করে নিতে হবে। এখানেই পাওয়া যাবে BUDDY_ID ট্যাগ। এক্ষেত্রে ব্যবহারকারীরা একটি ১৫ সংখ্যার কোড দেখতে পাবেন। আর এই ১৫ সংখ্যার কোডই হল সেই সমস্ত বন্ধুর প্রোফাইল ID, যারা আপনার প্রোফাইল ভিজিট করেছে। কোডটি পাওয়ার পর ডেস্কটপে একটি নতুন ব্রাউজার খুলে নিতে হবে। আর এই নতুন ব্রাউজারে গিয়ে (facebook.com/১৫ সংখ্যার প্রোফাইল ID) টাইপ করতে হবে। এবার এন্টার বাটনে ক্লিক করতে হবে। তাহলেই খুলে যাবে আপনার প্রোফাইল ভিজিট করা বন্ধুদের প্রোফাইলের তালিকা।

iOS ব্যবহারকারীদের জন্যও প্রাইভেসি সেটিংসে একটি বিশেষ অপশন রয়েছে। এখান থেকে প্রোফাইল ভিজিট করা বন্ধুর অ্যাকাউন্টের সন্ধান মিলতে পারে। প্রথমে iOS ব্যবহারকীরদের ফেসবুক সেটিংসে যেতে হবে। এর পর প্রাইভেসি শর্টকার্ট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে 'Who viewed my profile' অপশন পাওয়া যাবে। দেখা যাবে কে বা কারা ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে। ২০১৮ সাল থেকে iOS ভার্সনে রয়েছে এই ফিচারটি। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আপাতত এই রকম কোনও ফিচার নেই।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Facebook