Bengali Girl Robot: মডেলের মতো সুন্দরী, বুদ্ধিমতী! হতে পারে আপনার বন্ধু, মহিলা রোবট বানিয়ে তাক লাগালেন চুঁচুড়ার অধ্যাপক
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স এর মেলবন্ধনে মানব রূপী এই অভিনব রোবট তৈরি করেছেন তাঁরা। যে অবিকল কথা বলে মানুষের মতন।
হুগলি: মানুষ না হলেও সম্পূর্ণ মানুষের মতন। বাংলা হিন্দি বা ইংরেজি যে কোন ভাষায় সাবলীলভাবে কথা বলে। গণিতের নামতা থেকে যে কোনও সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট বা ফুটবল সব বিষয়ে রয়েছে একেবারে টনটনে মানুষের মতো জ্ঞান। এমনই অভিনব “হিউম্যানয়েড” বানিয়ে তাক লাগিয়েছে কল্যাণীর একটি বেসরকারি কলেজের ছাত্র ও শিক্ষকরা।
চুঁচুড়া নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী। পেশায় তিনি একজন অধ্যাপক। তাঁর পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন অভিনব এই রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স এর মেলবন্ধনে মানব রূপী এই অভিনব রোবট তৈরি করেছেন তাঁরা। যে অবিকল কথা বলে মানুষের মতন। রোবোটিক ইঞ্জিনিয়ারিং-এর প্রচেষ্টায় দির্ঘ ৫ মাস সময় নিয়ে তাঁরা তৈরি করেছেন এই রোবটটি। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা সমাজবিদ্যার রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়েই একেবারে সমান পারদর্শী এই রোবট।
advertisement
advertisement
এমনকি একাকীত্ব মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করে কথা বলতে পারবে সে। বিদেশের বাজারে এ আই টেকনোলজির ব্যবহারের রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন এমনটাই দাবি করছেন রোবট নির্মাতা অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী।
অধ্যাপকের কথায়, সম্প্রতি সময়ে মানুষের সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন নিজেদের প্রিয়জনকে মনে রাখার জন্য। তিনি এবারও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনও মানুষের গলার স্বর এবং তাঁর থ্রিডি চিত্রের মাধ্যমে একেবারে সেই মানুষের রূপ দিয়ে তাঁর কণ্ঠস্বর দিয়ে কোন মৃত মানুষকেও জীবিত করে তোলা যাবে এই রোবটের মাধ্যমে। একই সঙ্গে স্কুল কলেজ কিংবা কোন শপিংমলেও বাণিজ্যিক কাজের ব্যবহার করা যাবে তাঁদের তৈরি এই হিউম্যানয়েড রোবট।
advertisement
দীর্ঘ পাঁচ মাসের প্রচেষ্টায় প্রায় ৬০ হাজার টাকা খরচে তারা তৈরি করেছেন এই রোবটটি। প্রথমদিকে ল্যাবটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরে এই রোবটের মাথায় একেবারে মানুষের বুদ্ধিমত্তার মতন কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হয়েছে। এবং শরীরে লাগানো হয়েছে বিভিন্ন মোটর, যাতে একেবারে মানুষের মতন হাত পা নাড়া থেকে শুরু করে ঠোঁট মুখ মেরে কথা বলা সবই করতে পারছে রোবটটি। তাঁকে যা শেখানো হয় কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সমস্ত কিছু শিখে তার অনুকরণ করতে পারে এই রোবটটি।
advertisement
বাণিজ্যিকভাবে তাঁরা এখনওএই রোবট না বানালেও আগামী দিনে এর বাণিজ্যিকরণ নিয়ে চিন্তাভাবনা করছেন অধ্যাপক ও তাঁর ছাত্ররা। ভারতবর্ষে এই ধরনের হিউম্যানওয়েড রোবট একেবারেই অভিনব। পাশ্চাত্যের দেশে ইলন মাস্ক প্রথম তৈরি করেছিলেন এই ধরনের এ আই টেকনোলজি এক রোবট যার মূল্য কয়েক কোটি টাকা। তারপরে তিনি বানিয়েছেন ভারতীয় প্রযুক্তিতে এই একই ধরনের রোবট কিন্তু মাত্র কয়েক হাজার টাকা খরচ এই তৈরি করতে সক্ষম হয়েছেন এই রোবটকে।
advertisement
এই বিষয়ে ওই বেসরকারি সংস্থার পাঁচ ছাত্র তারা জানান, মানুষের কাজে কিভাবে রোবটকে ব্যবহার করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করতে করতেই এই অভিনব রোবট বানানোর চিন্তা আসে তাদের মাথায়। আগামী দিনে বাণিজ্যিকভাবে এই রোবটকে প্রস্তুত করার কাজ চালাচ্ছেন তাঁরা জোর কদমে।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 3:05 PM IST
