#কলকাতা: ফের শুরু হয়েছে Amazon Prime Day 2021 Sale। সেলের মেয়াদ ২৬ জুলাই, ২০২১ থেকে ২৭ জুলাই, ২০২১ পর্যন্তই- তার বেশি নয়। কিন্তু দুর্দান্ত ছাড়ে পছন্দের ফোন, টিভি বা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাইলে এর চেয়ে ভালো সময় আর হয় না। দেখে নেওয়া যাক কোন গ্যাজেটের উপরে কটা ছাড় পাওয়া যাচ্ছে Amazon Prime Day 2021 Sale-এ!
১. iPhone 11
২. iPhone 12পাওয়া যাচ্ছে ৬৭,৯৯৯ টাকায়। সঙ্গে রয়েছে ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিল।
৩. OnePlus 9 5Gপাওয়া যাচ্ছে ৪৫,৯৯৯ টাকায়। সঙ্গে রয়েছে ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিল, HDFC ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও।
৪. Samsung Galaxy Note 20পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। সঙ্গে রয়েছে ১৩,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিল, বাছাই করা কিছু ক্রেডিট কার্ডে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও।
৫. Nokia G20পাওয়া যাচ্ছে ১১,৯৯০ টাকায়। এই ফোন কিনতে গেলে আপনা-আপনি সংস্থার তরফে ১০০০ টাকার একটা ডিসকাউন্ট কুপন মিলবে।
৬. Fire TV Stickথার্ড জেনারেশনের এই টিভি স্টিক পাওয়া যাচ্ছে ২,৩৩৯ টাকায়। সঙ্গে থাকছে ২০০০ টাকার ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন।
৭. Kindle ই-বুক রিডারদাম শুরু হচ্ছে ৬,২৯৯ টাকা থেকে। টেনথ জেনারেশন পেপারহোয়াইট মডেলের দাম ১০,২৯৯ টাকা। দুই ক্ষেত্রেই HDFC ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা মিলবে।
৮. Echo Dot, Wipro 9W স্মার্ট বাল্বএই কম্বো পাওয়া যাচ্ছে মাত্র ২,২৯৯ টাকায়।
৯. Apple Watch SEপাওয়া যাচ্ছে ২৪,৯০০ টাকায়। রয়েছে HDFC ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও।
১০. Sony WH-1000XM3 ওয়্যারলেস হেডফোনসেলে পাওয়া যাচ্ছে মাত্র ১৭,৯৯০ টাকায়, দাম এতটা কমিয়ে আনার জন্য আর কিছু সুবিধা যদিও মিলছে না।
১১. Sony Bravia 55-inch 4K স্মার্টটিভিপাওয়া যাচ্ছে ৬৬,৯৯০ টাকায়। এই ফোন কিনতে গেলে আপনা-আপনি সংস্থার তরফে ৫০০ টাকার একটা ডিসকাউন্ট কুপন মিলবে। সঙ্গে রয়েছে ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিল, HDFC ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা।
১২. HP Pavilion ১৫ ইঞ্চি গেমিং ল্যাপটপপাওয়া যাচ্ছে ৬৬,৪৯০ টাকায়। সঙ্গে রয়েছে ১৮,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিল।
বিস্তারিত বিবরণের জন্য দেখতে হবে amazon.in। ভালো করে সবটা জেনে তবেই কেনাকাটা বাঞ্ছনীয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amazon