• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • গর্বের দিন, হোয়াটসঅ্যাপ পেয়েছে দেশের প্রথম বাঙালি অধিকর্তা

গর্বের দিন, হোয়াটসঅ্যাপ পেয়েছে দেশের প্রথম বাঙালি অধিকর্তা

picture: Ezetap

picture: Ezetap

 • Share this:

  #মুম্বই: হোয়াটসঅ্যাপের ভারতীয় শাখার প্রধান হিসেবে নিযুক্ত করা হল এক বাঙালিকে। নাম অভিজিৎ বোস । অভিজিৎ ভারতীয় মোবাইল লেনদেন সংস্থা Ezetap এর কর্ণধার । ভারতে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপের ।

  ১৯৯৪ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন তিনি । এরপর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন । প্রযুক্তি ও মোবাইল মার্কেট-এই দুটি ক্ষেত্রে প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর । Ezetap ছাড়াও কাজ করেছেন Intuit, JiGrahak ও Oracle Corporation এর মত সংস্থাগুলির সঙ্গে ।

  ক্যালিফোর্নিয়ার বাইরে এই প্রথম অন্য কোনও দেশে হোয়াটসঅ্যাপের  কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ বোস । ই-পেমেন্ট ঘটিত বিষয়েও হোয়াটসঅ্যাপের বিস্তৃতির জন্য অভিজিতের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস এখনও সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।

  হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়া ও সেই কারণে নানারকম হিংসাত্মক ঘটনার জেরে বহুদিন ধরেই এই মেসেজিং সংস্থাকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার। এই ঘটনা আটকাতে সম্প্রতি নতুন ফরোয়ার্ড ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ । ফেক নিউজ আটকাতে আরও নতুন কার্যপদ্ধতি নিয়েও কাজ করবেন অভিজিত । ২০১৯ থেকেই হোয়াটসঅ্যাপে কাজ করা শুরু করবেন তিনি।

  First published: