হোম /খবর /প্রযুক্তি /
নতুন রূপে আসছে আধার কার্ড, থাকছে অধিক নিরাপত্তাও, দেখে নিন কেমন হবে তা

PVC আধার কার্ড: নতুন রূপে আসছে আধার কার্ড, থাকছে অধিক নিরাপত্তাও, দেখে নিন কেমন হবে তা

জেনে নিন PVC আধার কার্ডের সুবিধা

  • Last Updated :
  • Share this:

জিনিসটা ঠিক ATM কার্ডের মতো! কিন্তু আপনার কাছে তো আধার কার্ড আছেই! তা হলে কেন নতুন করে PVC আধার কার্ড অর্ডার করতে যাবেন? PVC আধার কার্ডের সুবিধা:

১. সরকার এই নয়া কার্ডে তথ্যসংক্রান্ত সুরক্ষার কথা মাথায় রেখে কিছু বাড়তি বৈশিষ্ট্য যোগ করেছে। PVC আধার কার্ডে থাকছে সরকারি হলোগ্রাম, গিওশ প্যাটার্ন, গোস্ট ইমেজ আর মাইক্রোটেক্স্ট।

২. অফলাইনে তাৎক্ষণিক ভেরিফিকেশনের উপযোগী QR Code।

৩. এমবস করা আধার লোগো।

৪. কাগজের চেয়ে PVC মেটেরিয়াল অনেক বেশি টেঁকসই।

UIDAI-এর খবর মোতাবেকে যে কোনও মোবাইল নম্বর, সে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড থাক আর না-ই থাক, নয়া এই PVC আধার কার্ড অনলাইনে অর্ডার দেওয়া যাবে। দেখে নিন কী ভাবে!

১. চলে যান UIDAI-এর ওয়েবসাইটে- https://resident.uidai.gov.in/

২. My Aadhaar সেকশন থেকে ক্লিক করুন Order Aadhaar PVC Card অপশনে।

৩. ১২ নম্বরের আধার কোড, ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের EID টাইপ করুন।

৪. ছবিতে দেখানো ক্যাপচা কোড টাইপ করে ক্লিক করুন Send OTP অপশনে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে।

৫. যদি অন্য মোবাইল নম্বর ব্যবহার করেন, সে ক্ষেত্রে ক্লিক করুন My Mobile number is not registered অপশনে। এর পর সেই মোবাইল নম্বরটা টাইপ করে ক্লিক করুন Send OTP অপশনে।

৬. OTP সাবমিট করুন।

৭. এর পর পর্দায় আপনার PVC আধার কার্ডের একটা ছবি ফুটে উঠবে। এর পর Payment অপশনে গিয়ে ৫০ টাকা কার্ড পিছু অনলাইনে জমা করতে হবে। জমা হয়ে গেলে ছুটির দিন ছাড়া ৫ দিনের মাথায় কার্ড আপনার ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে চলে আসবে।

যত দিন কার্ড হাতে না পাচ্ছেন, তার স্টেটাস চেক করবেন কী ভাবে?

১. এর জন্যেও সবার প্রথমে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে- https://resident.uidai.gov.in/

২. My Aadhaar সেকশন থেকে ক্লিক করুন Check Aadhaar PVC card status অপশনে।

৩. ১২ নম্বরের আধার কোড, ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের EID টাইপ করুন।

৪. ছবিতে দেখানো ক্যাপচা কোড টাইপ করে ক্লিক করুন Check Status অপশনে। পর্দায় কার্ডের স্টেটাস ফুটে উঠবে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Aadhaar card, UIDAI