• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • পেট্রল বা ডিজেল নয়, জল দিয়ে চলবে বাইক ! সামনে এল Yamaha XT 500 H20-এর ছবি

পেট্রল বা ডিজেল নয়, জল দিয়ে চলবে বাইক ! সামনে এল Yamaha XT 500 H20-এর ছবি

Maxime Lefvre জলের মাধ্যমে চালিত একটি টু-হুইলারের কনসেপ্ট ছবি প্রকাশ করেছে

Maxime Lefvre জলের মাধ্যমে চালিত একটি টু-হুইলারের কনসেপ্ট ছবি প্রকাশ করেছে

Maxime Lefvre জলের মাধ্যমে চালিত একটি টু-হুইলারের কনসেপ্ট ছবি প্রকাশ করেছে

 • Share this:

  #নয়াদিল্লি: পৃথিবীজুড়ে জ্বালানির অভাবের কথা কমবেশি সকলেরই জানা। পেট্রল-ডিজেল-সহ খনিজ তেলের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। আর যে হারে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে তা নিয়ে তো কোনও প্রশ্নই নেই। বিজ্ঞানীরা খোঁজ চালাচ্ছেন বিকল্প জ্বালানির। এই পরিস্থিতে এমন একটি বাইক তৈরি করেছে Maxime Lefvre যা পেট্রল বা ডিজেল নয়, চলে জলের সাহায্যে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার Maxime Lefvre জলের মাধ্যমে চালিত একটি টু-হুইলারের কনসেপ্ট ছবি প্রকাশ করেছেন যার নাম Yamaha XT 500 H20 Edition।

  এই বাইকটি তৈরি করার জন্য Yamaha-র সঙ্গে হাত মিলিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৬ সালে Yamaha-র সঙ্গে এই বাইকটির প্রথম স্কেচ শেয়ার করেছিল Maxime Lefvre। তারপর এর উপরে কাজ করতে শুরু করে Yamaha। বাইকের ইঞ্জিন ফ্রেম ডেভলপমেন্ট থেকে ফেয়ারিং ডিজাইন ও অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্মের কাজ শুরু করে দেয় Yamaha। এতো দিনে সামনে এন বাইকটির ফাইনাল কনসেপ্টের ছবি।

  Yamaha-র এই বাইকটি দেখতে অনেকটি ৭০ এর দশকের XT 500 মতো। ১৯৭৫-১৯৮১ মধ্যে বিক্রীত Yamaha XT 500 বাইকটি পরিচিত হয়েছিল লাইওয়েট বাইক হিসাবে আর সহজেই যে কোনও অঞ্চলে চলতে পারতো। এই বাইকটিকে ছিল ৪৯৯সিসি-র ফোর স্ট্রোক সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকটির টপ স্পীড ছিল ১৬০ কিমি প্রতি ঘন্টা৷

  Yamaha XT 500 H20 এডিশানের বাইকটিতে থাকছে একটি জলের পাম্প যা জলকে চক্রাকারে ঘোরাবে এবং ইঞ্জিনকে প্রোপালশান প্রদান করবে। Maxime Lefvre যে কনসেপ্ট ছবিটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে হোয়াইট শেডেড টায়ার, যা বাইকটির স্ট্যাইলের সঙ্গে পুরোপুরি মানানসই। ওয়াটার-পাওয়ারড মোটরবাইকের মাধ্যমে পরিবেশ দূষণের সম্ভাবনা থাকবে না, আর জ্বালানির জোগান নিয়েও চিন্তা থাকবে না। সেই সঙ্গে বাইকটির রক্ষনাবেক্ষনের খরচও ইলেকট্রিক বাইকের তুলনায় খুব কমই হবে৷

  Published by:Ananya Chakraborty
  First published: