Realme X7 Pro 5G: আজ, ১৭ ফেব্রুয়ারি ফের একবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে রিয়েলমির লেটেস্ট স্মার্টফোন Realme X7 Pro 5G। আজ দুপুর ১২ টা থেকে Flipkart ও realme.com-এর মাধ্যমে ফোনটি পাওয়া যাচ্ছে। কোম্পানি এই ফোনটির দাম রেখেছে ২৯,৯৯৯ টাকা, এতে গ্রাহকরা পেয়ে যাবে রিয়েলমি এক্স৭ প্রো ৫জি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই ফ্ল্যাশ সেলে ৯ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ফোনটি। Flipkart-এ চলছে Smart Upgrade Plan, যা Realme X7 Pro 5G এর ওপর প্রযোজ্য, এর ফলে ফোনটি কেনার সময় ৯ হাজার টাকা ছাড় পাওয়া যেতে পারে। ১২ মাস পরে এই অবশিষ্ট মূল্য চুকাতে পারবেন অন্যথায় ফোনটি আপগ্রেড করে ৭০ শতাংশ দাম দিয়ে নতুন ফোন কিনতে পারবেন।
এছাড়াও ফোনটি কেনার সময় আপনি যদি Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ৫% আনলিমিটেড ক্যাশব্যাক। শুধু এগুলো নয়, আপবি চাইলে ফোনটি নো কষ্ট ইএমআই-তেও কিনতে পারেন।
রিয়েলমি এক্স৭ প্রো ৫জি ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুপার নাইট সিন মোড ও প্রফেশনাল মোড সহ একাধিক ক্যামেরা ফিচার, ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট ও মিডিয়াটেক ১০০০ প্লাস প্রসেসর। এই ফোনটি দুটি রঙে পাওয়া যাবে – মিস্টিক ব্ল্যাক ও ফ্যান্টাসি। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন...
Realme X7 Pro 5G এর স্পেসিফিকেশন
রিয়েলমি এক্স৭ প্রো ৫জি-তে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই-এ চলবে। রিয়েলমি এক্স৭ প্রো ৫জি মিডিয়াটেক ১০০০ প্লাস প্রসেসর সহ এসেছে। এতে ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আবার Realme X7 Pro 5G এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮৬ সেন্সর, সঙ্গে ১১৯ ডিগ্রি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর আর ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আছে। গেমারদের জন্য এতে ব্যবহার করা হয়েছে eSport grade VC Liquid Cooling সিস্টেম। আবার সিকিউরিটির জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।