হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার ব্যবহারকারীদের জন্য উপহার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তাঁদের বিটা ইউজারদের জন্য নিয়ে এসেছে ওয়ালপেপার (Wallpaper)। WABetaInfo জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য অ্যাডভান্স ওয়ালপেপার (Advanced Wallpaper) নামে একটি ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার বদলে নিতে পারবে। ৬১টি ওয়ালপেপারের মধ্যে থেকে তাঁরা নিজেদের ইচ্ছে মতো ব্যাকগ্রান্ড বেছে নিতে পারবে।
ট্যুইট করে WABetaInfo ওয়ালপেপারের ডিজাইনের একটি তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে নতুন ওয়ালপেপারগুলি কেমান দেখাবে। এই ফিচারটির আরও একটি বিশেষত্ব এটা যে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো ওয়ালপেপারের অপেসিটিও এডিট করতে পারবেন।
🖼 WhatsApp to release advanced wallpaper features for Android beta users today!
— WABetaInfo (@WABetaInfo) November 14, 2020
61 new wallpapers, set a different wallpaper for each chat, configure the opacity, doodles and more!https://t.co/Hw5kxbCSsT
জানা গিয়েছে যে এর মধ্যে ৩২ নতুন ব্রাইট ওয়ালপেপার, ২৯ নতুন ডার্ক ওয়ালপেপার, কাস্টম ওয়ালপেপার আর সলিড রঙের ওয়ালপেপার রয়েছে, যার থেকে ইউজার নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারবে। যদি আপনি পুরনো ওয়ালপেপার বেছে নিতে চান তাহলে আপনি WhatsApp Archive-এ গিয়ে তা সিলেক্ট করে নিতে পারবেন।
আপনি যদি কোনও সলিড রঙ কে নিজের নতুন ওয়ালপেপার হিসেবে বেছে নেন তাহলে আপনি এতে WhatsApp Doodle নিয়ে আসতে পারেন। WABetaInfo জানিয়েছে যে বর্তমানে এটি বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এবং শীঘ্রই এটি স্টেবেল ভার্সনে সবার জন্য চালু করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp