#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷ তবে এখানেই থেমে থাকতে চাই না জিও ৷ টেলিকম দুনিয়ায় একচেটিয়া রাজ করতে নতুন আরও পাঁচটি জিনিস লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷
মুকেশ আম্বানির নেতৃত্বাধীন 'থিঙ্ক ট্যাংক' এবছরই আরও পাঁচ পাঁচটি জিনিস ভারতের বাজারে লঞ্চ করার পরিকল্পনা ইতিমধ‘েই শুরু করে দিয়েছে ৷ সংস্থার তরফে এখনও কোনও ঘোষণা না করা হলেও সম্ভবত এই পাঁচটি জিনিস লঞ্চ করতে চলেছে জিও
১. জিও DTH- টেলিকমের পর এবার ডিজিট্যাল স্যাটেলাইট সার্ভিস নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্স জিও ৷ সূত্রের খবর খুব শীঘ্রই গ্রাহকদের জন্য জিও DTH পরিষেবা আসতে চলেছে ৷ এর জন্য দিতে হবে মাত্র ১৮০ টাকা প্রতি মাসে ৷ অথার্ৎ খরচ অনেকটাই কমে যেতে চলেছে ৷ জানা গিয়েছে, জিও সেট টপ বক্সে ৩০০টি সাধারণ চ্যালেন এবং ৫০টি এইচ ডি চ্যানেল দেখা যাবে ৷
2. জিও-ব্রডব্যান্ড পরিষেবা - খুব শীঘ্রই রিলায়েন্স জিও ব্রডব্যান্ড সার্ভিস লঞ্চ করতে পারে মুকেশ আম্বানির সংস্থা ৷ এতে গ্রাহকরা ১ Gbps পর্যন্ত স্পিড পাবেন ৷ পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৷
৩. জিও মানি- এই বছর আরও জিও মানির আরও বড় মাপে আনতে চলেছে সংস্থা ৷ এরপর মেট্রো টিকিট পর্যন্ত কাটা যাবে জিও মানি থেকে বলে সূত্রের দাবি ৷
৪. ৯৯৯ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে 4G VoLTE ফিচার ফোন লঞ্চ করতে পারে সংস্থা ৷
৫. হোম অটোমেশন এবং অন্যান্য স্মার্ট পণ্য ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Jio, Jio Broadband, Jio DTH, Jio FTTH, Jio Money, Reliance Jio, Reliance Jio DTH, Reliance Jio FTTH, Reliance Jio in 2017, Reliance Jio VoLTE Feature Phone, VoLTE Feature Phone