হোয়াটস অ্যাপ এই ডিজিটাল যুগে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু এমন বহু মানুষই রয়েছেন যারা শুধুই হোয়াটস অ্যাপে নিজেকে আটকে রাখতে চান না। বা একটি বিকল্প খুঁজছেন। তাদের জন্যেই এই প্রতিবেদন। জেনে নিন কোন অ্যাপগুলি হোয়াটস অ্যাপের মতোই বা তার থেকে অধিকতর সুবিধে দিতে পারে আপনাকে-
টেলিগ্রাম-অন্তত ৪০ কোটি লোক এখন এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে। এই অ্যাপটিতেও এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে। ভয়েস মেসেজ, ভয়েস কল করা যায় টেক্সটের পাশাপাশিই। টেলিগ্রামে ২ লক্ষ লোকের চ্যাটরুম তৈরি করা সম্ভব। অর্থাৎ যত বড় দলই হোক, এই অ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে।
সিগন্যালও হোয়াটস অ্যারেকটি বিকল্প। এই অ্যাপের প্রধান বৈশিষ্ট্য গ্রাহকের সুরক্ষা। এই অ্যাপে একটি ডার্ক মোডও রয়েছে।
স্ন্যাপচাাট একটি ফোটো শেয়ারিং অ্যাপ। একই সঙ্গে ১৬ জনের সঙ্গে ভিডিও চ্যাট করা যায় এই অ্যাপ ব্যবহার করে।
আরেকটি ওপেন সোর্স মেসেজিং অ্যারেক নাম থার্মা। এখানে টেক্সট, ভিডিও কল দুইই করা যায়।
গ্রুপচ্যাটের জন্য একটি দারুণ বিকল্প ভিবার। এখানে স্টিকার, জিফ পাঠানো যায়, পাঠানো যায় ইউটিউব ভিডিও। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এই অ্যাপে সর্বোচ্চ ২৫০ জনকে একটি গ্রুপে যোগ করানো যায়। এছাড়া আনলিমিটেড ইউজার নিয়ে ভিবার কমিউনিটি গডে তোলা যায়।