এ যেন হিচককের সিনেমা থেকে উঠে আসা বাস্তব ৷ সাইকো কিলারের উদয়নের কীর্তি, বছরের সবথেকে হাড়হিম করা হত্যাকাণ্ড বলাই যেতে পারে। লিভইন পার্টনারকে খুন। দেহ লোপাট করতে কংক্রিট ঢেলে দেহ মমি করে দেওয়া হয়। তদন্তে নেমে ফেসবুকের সূত্রে ২ ফেব্রুয়ারি বাঁকুড়ার আকাঙ্খার দেহ উদ্ধার হয় ভোপাল থেকে।
বাড়িতে মার্বেলের বেদির ভিতর প্রেমিকার দেহ লুকিয়ে রেখেও মদ আর কলগার্ল নিয়ে মোচ্ছব করত উদয়ন। এমনকী বান্ধবীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাগাতার পোস্ট ও মেসেঞ্জারে গল্প করত উদয়ন। তদন্তে উদয়নকে নিয়ে আসা হয় বাঁকুড়াতেও।
আলমারিতে মা-বাবার জাল পাসপোর্ট। একই সঙ্গে ডেথ সার্টিফিকেট। সন্দেহ হয় আকাঙ্খার। প্রশ্ন করেন। উদয়নের জালিয়াতি ধরে ফেলাতেই আকাঙ্খাকে শ্বাসরোধ করে খুন বলে সন্দেহ পুলিশের। আদালতে খুনের কথা স্বীকারও করে উদয়ন।