#কলকাতা: নিষ্ফলা মহড়া ম্যাচে লঙ্কার বোলিংকে নির্বিষ করে দিল স্যামসনের ব্যাট। রবিবার সল্টলেক যাদবপুর ক্যাম্পাসে দু’দিনের প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটে ৪১১ তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৭৫ ওভারে ৫ উইকেটে ২৮৭ তুলল বোর্ড সভাপতি একাদশ।
অধিনায়ক সঞ্জু স্যামসন একাই ১২৮ রান করেন। তবে বোর্ড প্রেসিডেন্ট দলের বিরুদ্ধেও ঘুরিয়ে ফিরিয়ে ১৪ জন বোলারকে ব্যবহার করতে হল চান্দিমলকে। আপাতত ৩ দিনের বিশ্রাম। তারপর বৃহস্পতিবার থেকে ইডেনে প্রথম টেস্ট খেলতে নামবে লঙ্কা। এদিকে রবিবার থেকেই শহরে পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার আসবেন অধিনায়ক কোহলি।