হোম /খবর /খেলা /
বড়দিনে অন্য খেলায় যুবরাজ, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও

বড়দিনে অন্য খেলায় যুবরাজ, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও

বড়দিনে অন্য খেলায় যুবরাজ, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও

বড়দিনে অন্য খেলায় যুবরাজ, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও

বড়দিনে ফ্যানেদের চমকে দিলেন যুবরাজ সিং৷ দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার মাতলেন অন্য খেলায়৷ হাতে ব্যাটের বদলে দেখা গেল গল্ফ স্টিক৷ একেবার ছক্কা হাঁকানোর মেজাজেই শট নিলেন পঞ্জাব পুত্তর৷

  • Last Updated :
  • Share this:

#চণ্ডীগড়: বড়দিনে ফ্যানেদের চমকে দিলেন যুবরাজ সিং৷ দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার মাতলেন অন্য খেলায়৷ হাতে ব্যাটের বদলে দেখা গেল গল্ফ স্টিক৷ একেবার ছক্কা হাঁকানোর মেজাজেই শট নিলেন পঞ্জাব পুত্তর৷ শট নিয়ে তিনি ফ্যানেদের উদ্দেশে ভিডিও-তে বললেন, "এটা নিশ্চিত করবেন, মারলে যেন মাঠের বাইরেই যায়৷ সকলকে মেরি ক্রিস্টমাস৷" ভিডিও-তে তিনি যা বললেন সেই ক্যাপশন ব্যবহার করেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন৷

অন্যদিকে দিন দশেক আগেই জানা গিয়েছে যে, অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন যুবি৷ আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য পঞ্জাব যে সম্ভাব্য শক্তিশালী ৩০ জনের দল বেছে নিয়েছে, সেই দলে রয়েছে যুবির নাম৷ অলরাউন্ড পারফরম্যান্সে দেশকে টি-২০ ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতানো যুবি গতবছর জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন৷পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি যুবিকে প্রস্তাব দেন নিজের রাজ্যের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য৷ বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান সেই প্রস্তাবে রাজি হন৷

৩৯ বছরের ক্রিকেটার দেশের জার্সিতে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন৷ দেশের জার্সি তুলে রাখার পর যুবি কানাডায় গ্লোবাল টি-২০ লিগে অংশ নিয়েছিলেন৷ যুবরাজ ফের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় নেট সেশনের ভিডিও পোস্ট করে লিখেছেন, ক্রিকেটে ফিরতে পেরে খুশি হয়েছেন৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Christmas, Yuvraj Singh