#চণ্ডীগড়: বড়দিনে ফ্যানেদের চমকে দিলেন যুবরাজ সিং৷ দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার মাতলেন অন্য খেলায়৷ হাতে ব্যাটের বদলে দেখা গেল গল্ফ স্টিক৷ একেবার ছক্কা হাঁকানোর মেজাজেই শট নিলেন পঞ্জাব পুত্তর৷ শট নিয়ে তিনি ফ্যানেদের উদ্দেশে ভিডিও-তে বললেন, "এটা নিশ্চিত করবেন, মারলে যেন মাঠের বাইরেই যায়৷ সকলকে মেরি ক্রিস্টমাস৷" ভিডিও-তে তিনি যা বললেন সেই ক্যাপশন ব্যবহার করেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন৷
অন্যদিকে দিন দশেক আগেই জানা গিয়েছে যে, অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন যুবি৷ আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য পঞ্জাব যে সম্ভাব্য শক্তিশালী ৩০ জনের দল বেছে নিয়েছে, সেই দলে রয়েছে যুবির নাম৷ অলরাউন্ড পারফরম্যান্সে দেশকে টি-২০ ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতানো যুবি গতবছর জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন৷পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি যুবিকে প্রস্তাব দেন নিজের রাজ্যের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য৷ বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান সেই প্রস্তাবে রাজি হন৷
View this post on Instagram
৩৯ বছরের ক্রিকেটার দেশের জার্সিতে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন৷ দেশের জার্সি তুলে রাখার পর যুবি কানাডায় গ্লোবাল টি-২০ লিগে অংশ নিয়েছিলেন৷ যুবরাজ ফের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় নেট সেশনের ভিডিও পোস্ট করে লিখেছেন, ক্রিকেটে ফিরতে পেরে খুশি হয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas, Yuvraj Singh