#কলকাতা: কাতার অতীত। সামনে বাংলাদেশ। যুবভারতী তৈরি প্রাক বিশ্বকাপের কিক-অফের জন্য। ষাট হাজার দর্শককের সামনে আজ স্রেফ জিততে চান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।
হাউজফুল যুবভারতীতে ফুরফুরে ব্লু টাইগার্স। লক্ষ্য কাতার। তার জন্য সুনীল ছেত্রীদের পরের হান্ডল বাংলাদেশ। গত কয়েক বছরে পরিকাঠামো থেকে উন্নয়ন সব জায়গায় পড়শিকে টেক্কা দিয়েছে ভারতীয় ফুটবল। তবুও এই ম্যাচে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেই দাবি করছেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের দাবি, ষাট হাজার সমর্থকের সামনে ম্যাচ খেলা এক নতুন চ্যালেঞ্জ।
মঙ্গলবার ভারত-বাংলাদেশ ম্যাচের আগেও দু'দলের কাছে ফ্যাক্টর সেই কাতার। শেষ ম্যাচে দোহায় বিশ্বকাপের আয়োজকদের রুখে দিয়েছে ইগর স্তিমিচের দল। উলটো দিকে হেরে গেলেও লড়াই করেছিল বাংলাদেশ। তাই মাঠে নামার আগে দলকে কাতার ম্যাচ ভুলতে বলছেন অধিনায়ক।