#লাহোর: পাকিস্তান ক্রিকেট টিমের সঙ্গে কোনও না কোনও বিতর্ক যেন থাকবেই ৷ এবার বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটিং কোচ এবং জিম্বাবোয়ের প্রাক্তন তারকা ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার ৷ তিনি জানান, পাকিস্তান দলের ব্যাটিং কোচ থাকাকালীন তাঁর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখান ইউনিস খান !
পাকিস্তান দলের কোচ মিকি আর্থার সেইসময় তাঁদের পাশে বসেছিলেন ৷ পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত তাঁকেই এগিয়ে আসতে হয় ৷ একজন ক্রিকেটার যে গলায় এ ভাবে ছুরি ঠেকাতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান গ্র্যান্ট ফ্লাওয়ার ৷ ইউনিসের ভয়ঙ্কর রূপ তাঁর দেখা বলে এক ক্রিকেট পডকাস্টে সাক্ষাৎকারে জানান গ্র্যান্ট ফ্লাওয়ার ৷
পাকিস্তানের ব্যাটিং কোচ থাকাকালীন তাঁর অভিজ্ঞতা কেমন ? এই প্রশ্নের উত্তরে ফ্লাওয়ার জানান, পাকিস্তানে ৫ বছর কোচিংয়ের কাজ করেছি ৷ ব্রিসবেনের একটি টেস্টের আগে ইউনিস হঠাৎ একটি ছুরি এনে আমার গলায় ঠেকায়। পাশেই ছিলেন মিকি আর্থার। ও এসে ইউনিসকে সামলায়।পাকিস্তান ছেড়ে এখন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ আমি। কখনও ওদের মিস করি না। ঘটনার পর থেকে আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু ওদের সঙ্গে কাজ করাটা উপভোগও করেছি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Grant Flower, Younis Khan