#মুম্বই: লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানোর মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তার জন্য বিসিসিআই প্রেসিডেন্টকে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোল’ করতে ছাড়লেন না যুবরাজ সিং ৷ লর্ডস নিজের অভিষেক টেস্টেই ১৩১ রান করেছিলেন সৌরভ ৷ শতরান করার পরের ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৷
ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘ফ্যানটাস্টিক মেমোরিজ’। তবে ছবিতে একটা লোগোও রয়েছে ৷ সেই ছবি দেখে যুবি রসিকতা করে তাঁর প্রিয় অধিনায়ককে লিখেছেন, ‘‘দাদা লোগো তো সরিয়ে নাও। তুমি এখন বিসিসিআই প্রেসিডেন্ট। প্লিজ পেশাদারিত্বের পরিচয় দাও।’’