কলকাতা: যশস্বী জয়সওয়াল কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ম্যাচের শেষে। কেকেআরকে উড়িয়ে দিয়ে চোখে মুখে তৃপ্তি অবশ্যই ছিল। কিন্তু ভবিষ্যতের একটা লক্ষ্যমাত্রা ঠিক করে ফেলেছেন জয়সওয়াল। যশস্বী জানিয়েছেন তিনি স্বপ্ন দেখেন ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে তিন নম্বর পজিশনে তিনি খেলছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা যদি তাকে যোগ্য মনে করেন তাহলে তার স্বপ্ন পূরণ হবে।
তবে তার এই চাহিদা এবারের বিশ্বকাপের সফল হবে এমন বলা যাচ্ছে না। কিন্তু এটাও ঠিক একটা বাচ্চা ছেলে যেভাবে আইপিএলে পরের পর ম্যাচে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তাকে বিশ্বকাপে সুযোগ না দেওয়া অন্যায় হবে। একজন ক্রিকেটারকে ফর্মে থাকার সময় সুযোগ না দিলে পরে দিয়ে লাভ নেই। তাই তার এই অনুরোধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুনবেন কিনা পরের বিষয়। ইডেনে তাণ্ডব চালিয়েছেন যশস্বী জয়সওয়াল।
যশস্বী তাঁর ব্যাটিংয়ে গুঁড়িয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৩ বলে অর্ধশতরান করেছেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটার, যা আইপিএলের ইতিহাসে দ্রুততম। যশস্বীর ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট কোহলি। তিনি প্রশংসা করেছেন যশস্বীর। কেকেআর-রাজস্থান ম্যাচের পরে ইনস্টাগ্রাম স্টোরিতে যশস্বীর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কোহলি।
Yashasvi Jaiswal Said,” I want to Play at 3 in ODI world cup which is happening in india.This is my Dream,I hope Rohit Bhaiya Considers me.”(He was emotional While talking) pic.twitter.com/zONpP8SKSM
— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh) May 11, 2023
তিনি লিখেছেন, অনেক দিন এত ভাল ব্যাটিং দেখিনি। যশস্বী, কী অসামান্য প্রতিভা।’ সত্যিই, যশস্বী যা ব্যাটিং করেছেন, তাতে অবাক হওয়ারই কথা। একের পর এক বল পাঠিয়েছেন ইডেনের গ্যালারিতে। তাঁর খেলা দেখে চুপ করে থাকতে পারেননি বিরাট। প্রশংসা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। বীরু মনে করেন যশস্বী এই মুহূর্তে অসাধারণ ব্যাটিং করছেন।
বিশ্বকাপে তাকে খেলানো হোক বা না হোক অন্তত দলে যাতে নেওয়া হয় সেটা দেখতে বলেছেন নজফগরের নবাব। রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার টম মুডি দুজনেই মনে করেন জয়সওয়ালকে বিশ্বকাপে ভাবা উচিত। উত্তর প্রদেশ থেকে এসে মুম্বাইয়ে ফুচকা বিক্রি করে আজ যে জায়গায় পৌঁছেছেন তিনি তাতে অনেক টাকা দেখলেও তার মাথা যে ঘুরে যাবে না গ্যারান্টি দিয়েছেন রবি শাস্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।