#কলকাতা: ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) গত কয়েক মাস ধরেই প্রচুর সমালোচনা ও আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছেন৷ তাঁকে নিয়ে একের পর এক বিতর্কের ঢেউ যেন থামছেই না৷ জাতীয় দলে নির্বাচন ও সাংবাদিকের সঙ্গে গণ্ডগোলের পর থেকে বাংলা দলের জার্সিতে রনজি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিত্য নতুন বিতর্ক ভারতীয় উইকেটরক্ষকের সঙ্গী৷ আইপিএল ২০২২ এ (IPL 2022) নিজের ফ্রাঞ্চাইজির হয়ে ভাল খেলেছেন তিনি৷ কিন্তু বাংলা দল রনজি কোয়ার্টার ফাইনালে উঠলেও টিম সিলেকশনের থেকে তিনি নিজেকে সরিয়ে নেন৷ জানিয়ে দেন বাংলার হয়ে আর ক্রিকেট খেলবেন না তিনি৷ তিনি গুজরাত লায়ন্সের হয়ে দলে ছাপ রেখেছেন৷ কিন্তু এখন তাঁর মনে হচ্ছে তাঁর আর কোনও দিনই জাতীয় দলে ফেরা হবে না৷ জাতীয় দলেও তিনি দীর্ঘ সময়ে খেলেছেন৷ তাঁর মতে যদি আইপিএলের পারফরম্যান্স দেখা হত তাহলে ইংল্যান্ড সিরিজের জন্য তাঁর নাম বিবেচিত হত৷
স্পোর্টস তকের সঙ্গে সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেন, ‘‘আমার মনে হয় আমি আর কখনও দ্বিতীয়বারের জন্য জাতীয় দলে সুযোগ পাবেন বলে মনে হয় না{ কোচ ও প্রধান নির্বাচক আমাকে আগেই এই বিষয়ে জানিয়ে দিয়েছেন, যদি আমায় বাছা হত তাহলে আইপিএলের পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের দলে নেওয়া হত৷ ’’ তিনি আরও বলেছেন, ‘‘এই অবস্থায় দল থেকে বার করে দেওয়ার নির্ণয় থেকে পরিষ্কার বোঝা যায় যে আমি দলে ফিট হই না৷ এখন আমার পুরো ফোকাস খেলার ওপর৷ যতদিন আমি ভাল বোধ করব ততদিন খেলতে থাকব৷’’
আরও পড়ুন - দেশের মানুষের অসম্ভব খারাপ সময়, পেট্রোল পাম্পে চা ও রুটি খাওয়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা আইপিএলের আগে থেকে বিবাদের শুরু ঋদ্ধিমান সাহা বলেন আইপিএলের আগে একটা ঘটনা হয়েছিল৷ এরপর আমি আর বাংলার জন্য খেলব না এই সিদ্ধান্ত নিয়েছিলাম৷ এত লম্বা সময় ধরে খেলার পর আমার সম্পর্কে কেউ টিপ্পনি করবে আর তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না৷ এতে আমি ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছি৷ ’’ ঠিক এই কারণেই অন্য রাজ্যের জন্য খেলবার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমান সাহা৷ ৩৭ বছরের ঋদ্ধিমান সাহা এবারের আইপিএলেও দারুণ পারফর্ম করেছেন৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Indian Cricket Team, Wriddhiman Saha