হোম /খবর /খেলা /
উওমেন প্রিমিয়ার লিগের মেগা নিলাম, নজরে বঙ্গতনয়ারা, কোথায় দেখবেন

WPL Auction 2023: একটু বাদেই উওমেন প্রিমিয়ার লিগের মেগা নিলাম, নজরে বঙ্গতনয়ারা, কোথায় দেখবেন

উওমেন প্রিমিয়ার লিগ নিলাম

উওমেন প্রিমিয়ার লিগ নিলাম

এবারের ডাব্লু পিএল ২০২৩ মেগা নিলাম সরাসরি সম্প্রচার করবে ভায়াকম ১৮, দর্শকরা WPL 2023 auction লাইভ দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে৷

  • Share this:

মুম্বই: আজ মহিলাদের আইপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এই নিলাম। দুপুর ২.৩০ থেকে শুরু হবে।

এবারের ডাব্লু পিএল ২০২৩ মেগা নিলাম সরাসরি সম্প্রচার করবে ভায়াকম ১৮, দর্শকরা WPL 2023 auction লাইভ দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে৷

এবারের মহিলাদের আইপিএল নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ। সেই তালিকায় রয়েছেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা-সহ ২৪ জন দেশি এবং বিদেশি মহিলা ক্রিকেটার। এ ছাড়া ৪০ লক্ষ, ২০ লক্ষ এবং ১০ লক্ষের বেস প্রাইসেও প্রচুর ক্রিকেটার রয়েছেন । ৪০৯ জন ক্রিকেটার নিলামে উঠবেন। প্রত্যেকটা দল মিলিয়ে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার বিক্রিত হবেন। এর মধ্যে ৬০ জন ভারতের এবং ৩০ জন বিদেশি।

ডাব্লু পিএল ২০২৩ টিম তৈরি করতে প্রত্যেক ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ১২ কোটি টাকা ব্যয় করতে পারবে। প্রতিটি দলে থাকতে হবে ১৮ জন ক্রিকেটার। এর মধ্যে ১২ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি। বাংলার থেকে ১২ জন ক্রিকেটার নিলামে উঠবেন৷

দেখে নিন WPL Auction 2023 বাংলা মহিলা ক্রিকেটারদের তালিকা  (Bengal Women Cricketers list for WPL Auction)
1. রিচা ঘোষ (Richa Ghosh)2. হৃষিতা বসু  (Hrishita Basu)3. তিতাস সাধু  (Titas Sadhu)4. গওহর সুলতানা (Gouher Sultana)5. ধারা গুজ্জর (Dhara Gujjar)6.  ষষ্ঠী মণ্ডল (Sasthi Mondal)7.পর্না পাল  (Parna Paul)8. ঝুমিয়া খাতুন  (Jhumia Khatun)9. মিতা পাল  (Mita Paul)10. সাইকা ইশাক  (Saika Ishaque)11. দিপ্তী শর্মা (Deepti Sharma)12. সুকণ্যা পারিদা (Sukanya Parida)
Published by:Debalina Datta
First published:

Tags: Cricket, Wpl 2023