মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান্টস। প্রতিযোগিতায় দুটি দলই তাদের প্রথম দুটি ম্যাচ হেরেছে। ফলে আজ কোনও এক দল হারের হ্যাটট্রিক করবে তা যেমন নিশ্চিৎ, একটি দল প্রতিযোগিতায় ঘুড়ে দাঁড়িয়ে জয়েও ফিরবে। প্লে অফে যাওয়ার রাস্তা মসৃণ রাখতে গেলে এই ম্যাচ থেকে জয় দরকার স্মৃতি মন্ধনা ও স্নেহ রানার দলের কাছে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
চোটের কারণে বেথ মুনি না থাকায় এদিনের ম্যাচেও গুজরাট দলকে নেতৃত্ব দিচ্ছেন স্নেহ রানা। আর এদিন টস ভাগ্যও সাথ দেয় তার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট জায়ান্টস অধিনায়ক। প্রথমে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন স্নেহ রানা। অপরদিকে, টস জিতলে ব্যাটিং করতে সেই কথা জানিয়েছেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। তবে টস হারায় প্রতিপক্ষকে কম রানে আটকে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী আরসিবি অধিনায়ক।
🚨 Toss Update 🚨@GujaratGiants have elected to bat against @RCBTweets. Follow the match ▶️ https://t.co/QeECVTM7rl #TATAWPL | #GGvRCB pic.twitter.com/yNaZDKYdHT
— Women's Premier League (WPL) (@wplt20) March 8, 2023
মেয়েদের আইপিএলের সবকটি মাঠের পিচই ব্যাটিং সহায়ক করা হয়েছে। তারমধ্যে বাউন্ডারি ছোট হওয়ার রানও উঠছে অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান্টসের ম্যাচ হচ্ছে ব্রাবোন স্টেডিয়ামে। এখানেও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশিষ তবে স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারে। শিশির সমস্যা থাকলেও টস জিতে বেশিরভাগ ম্যাচে প্রথমে বড় স্কোর করে সাফল্য পেয়েছে দলগুলি।
🚨 Team News 🚨@GujaratGiants remain unchanged. 1⃣ change for @RCBTweets as Poonam Khemnar is named in the team. Follow the match ▶️ https://t.co/QeECVTM7rl #TATAWPL | #GGvRCB A look at the Playing XIs 🔽 pic.twitter.com/pMiEftG97M
— Women's Premier League (WPL) (@wplt20) March 8, 2023
গুজরাট জায়ান্টসের একাদশ: সোফিয়া ডাঙ্কলে, সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, সুষমা ভার্মা, দয়ালান হেমলতা, স্নেহ রানা (অধিনায়ক), কিম গার্থ, মানসী জোশি, তনুজা কানোয়ার।
আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), শ্রেয়ঙ্কা পাটিল, কণিকা আহুজা, পুণম খেমার, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর, প্রীতি বোস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।