হোম /খবর /খেলা /
হারের হ্যাটট্রিক আরসিবির, প্রতিযোগিতায় প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস

WPL 2023: হারের হ্যাটট্রিক আরসিবির, প্রতিযোগিতায় প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস

উইমেন্স প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথম জয় পেল গুজরাট। সোফিয়া ডাঙ্কলে ও হারলিন দেওলের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্য ২০১ রানের বিশাল স্কোর করেছিল স্নেহ রানার গুজরাট। জবাবে ১৯০ রানে থামল আরসিবি।

  • Share this:

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। লড়াই করেও জয়ের স্বাদ পেল না স্মৃতি মন্ধনার দল। বৃথা গেল সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইটদের লড়াই। ১১ রানে প্রতিযোগিতার প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস। তৃতীয় ম্যাচে এটিও তাদের প্রথম জয়। সোফিয়া ডাঙ্কলে ও হারলিন দেওলের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্য ২০১ রানের বিশাল স্কোর করেছিল স্নেহ রানার গুজরাট। জবাবে ১৯০ রানে থামল আরসিবি।

এদিন ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক স্নেহ রানা। ওপেনিং জুটি ক্লিক না করলেও সোফিয়া ডাঙ্কলে ও হারলিন দেওল মিলে বিধ্বংসী ব্যাটিং করেন। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সোফিয়া ডাঙ্কলে। যা উইমেন্স প্রিমিয়ার লিগের এখনও পর্যন্ত দ্রুততম অর্ধশতরান। ২৮ বলে ৬৫ রান করে আউট হন সোফিয়া ডাঙ্কলে। ১১টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।

এরপর হারলিন দেওল নিজের ইনিংস চালিয়ে যান। অনবদ্য ইনিংস খেলেন তিনি। অর্ধশতরান করেন হারলিন দেওলও। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলে আউট হন হারলিন দেওল। ৯টি চার ও ১ ছয় মারেন তিনি। এছাড়াও এদিন গুজরাট জায়ান্টসের হয়ে ১৯ রান করেম অ্যাশলে গার্ডনার, ১৬ রান করেন দয়ালান হেমলতা, অ্যানাবেল সাদারল্যান্ড করেন ১৪ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের বড় স্কোর করে গুজরাট।

২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। দ্রুত গতিতে অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। তবে এদিনও ব্যাটিংয়ে ভালো শুরু করে বড় স্কোর করতে ব্যর্থ হন স্মৃতি মন্ধনা। ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে সোফি ডিভাইন দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাকে কিছুটা সঙ্গ দেন এলিস পেরি। ৩২ রানের ইনিংস খেলেন পেরি। রিচা ঘোষও বড় স্কোর করতে পারেননি। তার সংগ্রহ ১০।

অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান সোফি ডিভাইন। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ৪৫ বলে ৬৫ রান করে আউট হন তিনি। শেষের দিকে কিছুটা লড়াই করেন হেদার নাইট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করে আরসিবি। গুজরাটের হয়ে ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ১১ রানে ম্যাচ জেতে জায়ান্টসরা। প্রতিযোগিতা ঘুড়ে দাঁড়িয়ে খুশি গুজরাট। টানা তিন ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে আরসিবি।

Published by:Sudip Paul
First published:

Tags: Wpl 2023