হোম /খবর /খেলা /
হরমনপ্রীতের বিদ্ধংসী ব্যাটিং,প্রথম ম্যাচেই গুজরাটকে ২০৮ রানের টার্গেট দিল মুম্বই

WPL 2023: হরমনপ্রীত কউরের বিদ্ধংসী ব্যাটিং, প্রথম ম্যাচেই গুজরাটকে ২০৮ রানের টার্গেট দিল মুম্বই

উইমেন্স প্রিমিয়ার লিগ

উইমেন্স প্রিমিয়ার লিগ

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ধামাকা। ২০০-র বেশি রান করল মুম্বই। ওপেনিং ম্যাচেই ব্যাট হাতে আগুন ঝরালেন হরমনপ্রীত কউর, হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কেররা।

  • Share this:

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ধামাকা। ২০০-র বেশি রান করল মুম্বই। ওপেনিং ম্যাচেই ব্যাট হাতে আগুন ঝরালেন হরমনপ্রীত কউর, হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কেররা। বিধ্বংসী ব্যাটিং করে গুজরাট জায়ান্টসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল হরমনপ্রীত কউরের দল। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক বেথ মুনি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করল মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন হরমনপ্রীত। এছাড়া ৪৭ করেন হেইলি ম্যাথিউজ ও ৪৫ রান করেন অ্যামেলিয়া কের।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ওপেন করেম হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া। ১ রান করেই সাজঘরে ফেরেন যস্তিকা। ১৫ রানে পড়ে প্রথম উইকেট। এরপর ম্যাথিউজের সঙ্গে ইনিংসের রাশ ধরেন ন্যাট স্কিভার। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। খেলেন বেশ কিছু চোখ ধাঁধানো শট। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন ম্যাথিউজ ও স্কিভার। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের। ২৩ রান করে আউট হন ন্যাট স্কিভার।

জুটি ভাঙতেই হেইলি ম্যাথিউজও ক্রিজে বেশি সময় কাটাতে পারেননি। ৩১ বলে ৪৭ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন তিনি। ৭৭ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর অধিনায়ক হরমনপ্রীত কউর ও অ্যামেলিয়া কের মিলে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। একের পর আক্রমণাত্মক শট খেলেন দুজনে। যার কোনও জবাব ছিল না গুজরাট বোলারদের। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন তারা। বিদ্যুৎ গতিতে নিজের অর্ধশতরানও পূরণ করেন হরমনপ্রীত কউর। ৮৯ রানের পার্টনারশিপ করেন কউর ও কের। দলের ১৬৬ রানে বিগ হিট করতে গিয়ে আউট হন হরমনপ্রীত কউর। কিন্তু ৩০ বলে ৬৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক। ১৪টি চারে সাজানো তার ইনিংস।

আরও পড়ুনঃ 'একবারে কীভাবে ধরতে হয়', শেখালেন লাস্যময়ী গল্ফার, ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও

এরপর শেষের দিকে নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান অ্যামেলিয়া কের। ৮ বলে ১৫ রানের একটি ছোট ক্যামিও ইনিংস খেলেন পুজা বস্ত্রকর। শেষ বলে ছয় মেরে ইনিংস শেষ করেন ইসি ওঙ্গ। শেষ পর্যন্ত ৪৫ রানে অ্যামেলিয়া কের ও ৬ রানে অঙ্গ অপরাজিত থাকেন। ২০৭ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন স্নেহ রানা। ম্যাচ জেতার জন্য বেথ মুনির দলের দরকার ২০৮ রান।

Published by:Sudip Paul
First published:

Tags: Mumbai Indians, Wpl 2023