মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে লজ্জার হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে গুজরাট জায়ান্টস। আজকের ম্যাচ তাদের কাছে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। অপরদিকে, জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে মরিয়া ইউপি ওয়ারিয়র্স। চোটের কারণে এদিনের ম্যাচে গুজরাট দলে খেলছেন না অধিনায়ক বেথ মুনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্নেহ রানা। অপরদিকে দলকে ইউপি দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত অভিজ্ঞ অজি তারকা অ্যালিসা হেলি।
এদিন ম্যাচে টস ভাগ্য সাথ দিল গুজরাট জায়ান্টসের অধিনায়ক স্নেহ রানা। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেথ মুনি। মুম্বই করেছিল ২০৭ রান। এদিন আর সেই ঝুঁকির দিকে যাননি স্নেহ রানা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য গুজরাটের। অপরদিকে টস হারলেও রান চেজ করা নিয়ে খুব একটা চিন্তিত নন অ্যালিসা হেলি। শিশির সমস্যার সুবিধা নিয়ে রান তাড়া করার বিষয়ে আত্মবিশ্বাসী ইউপি ওয়ারিয়র্স।
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হচ্ছে গুজরাট টাইটান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ। প্রথম ম্যাচে এই মাঠেই মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে গুজরাট। এখান পিচ ব্যাটিং ও বোলিং দুই বিভাগের জন্যই সহায়তা রয়েছে। স্পোর্টিং উইকেট হয়ে থাকে। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। তবে রাতের দিকে ডিউ সমস্যা দেখা যেতে পারে।
গুজরাট জায়ান্টসের একাদশ: সোফিয়া ডাঙ্কলে, সাব্বিনেনি মেঘনা, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, হারলিন দেওল, সুষমা ভার্মা, স্নেহ রানা (অধিনায়ক), তনুজা কানওয়ার, কিম গার্থ, অ্যানাবেল সাদারল্যান্ড, মানসী জোশি।
ইউপি ওয়ারিয়র্সের একাদশ: অ্যালিসা হেলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরান শেইখ, কিরণ নাভগির, দেবিকা বৈদ্য, সোফি এক্লিস্টোন, রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি শর্বানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Wpl 2023