#WorldCup2019: মহম্মদ আমেরকে বাদ রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

#WorldCup2019: মহম্মদ আমেরকে বাদ রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
  • Share this:

ইসলামাবাদ: ওয়ার্ল্ড কাপ ২০১৯-র তালিকা প্রকাশ করল পাকিস্তান ৷ বৃহস্পতিবার রাতে এই তালিকা ঘোষণা করা হয় ৷ ১৫ জনের তালিকা ঘোষণা করা হয়েছে ৷

আগামী ৩০ মে থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ ৷ ইংল্যান্ড এবং ওয়েলসে জোড়া ম্যাচ দিয়েই উদ্বোধন হবে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ৷ তবে, পাকিস্তানের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ফাস্ট বোলার মহম্দদ আমের ৷

বিশ্বকাপে পাকিস্তানের কোন কোন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে ৷ দেখে নিন সেই তালিকা এক নজরে---

সারফারাজ আহমেদ(ক্যাপ্টেন/ উইকেট কিপার), আবিদ আলি, ববর আজম, ফাহিম আসরফস ফাখার জামান, হরিশ সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনেদ খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনেন, সহদেব খান, শহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ৷ তবে, ২৩ মে পর্যন্ত সময় রয়েছে ৷ এরমধ্যে দলে রদবদল ঘটার সম্ভাবনাও রয়েছে ৷ এক্ষেত্রে আইসিসি-র তরফে কোনও অনুমতি নেওয়ারও প্রয়োজন পড়বে না ৷
First published: April 18, 2019, 9:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर