Home /News /sports /
ICC World Test Championship Final: ম্যাচ ড্র হলে কী হবে? টেস্টে রিজার্ভ ডে, নাকি যুগ্ম বিজয়ী? কী ভাবছে আইসিসি

ICC World Test Championship Final: ম্যাচ ড্র হলে কী হবে? টেস্টে রিজার্ভ ডে, নাকি যুগ্ম বিজয়ী? কী ভাবছে আইসিসি

Photo Courtesy: AFP

Photo Courtesy: AFP

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের ষষ্ঠ দিনের ভাবনা ফিরেছে আইসিসি-র মাথায়।

 • Share this:

  দুবাই: প্রথমবারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সাক্ষী হতে চলেছেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা ৷ ইংল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা এই স্পেশাল ম্যাচটিকে ঘিরে এখন আগ্রহ তুঙ্গে ৷ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনাল ম্যাচের নিয়মে কিছু বদল আনার পরিকল্পনা রয়েছে আইসিসি-র ৷ পাঁচ দিনের টেস্টে একটা দিন রিজার্ভও রাখা হচ্ছে ৷ কারণ একটাই, ম্যাচের যদি পাঁচ দিনেও ফয়সালা না হয়, তার জন্যই এই অতিরিক্ত দিন ৷

  ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অনেক আগেই অবশ্য ৬ দিনের ম্যাচ আয়োজনের কথা ভেবেছিল আইসিসি ৷ পরে তাতে বদল এনে ঠিক হয়, ম্যাচ ড্র হলে দুই দলকেই যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে ৷ ফের এখন ফাইনালের জন্য অতিরিক্ত একটা দিন রাখারই কথা ভাবছে আইসিসি ৷

  এর পিছনে ইংল্যান্ডের আবহাওয়াও একটা কারণ ৷ মে-জুন মাসে ইংল্যান্ডে বৃষ্টি হতেই থাকে ৷ যার প্রভাব ম্যাচে পড়তে পারে ৷ তাই বৃষ্টিতে সময় নষ্ট হলে ফাইনাল টেস্টে একটা রিজার্ভ ডে থাকলে সুবিধাই হবে বলে মনে করছে আইসিসি ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: ICC World Test Championship Final

  পরবর্তী খবর