হোম /খবর /খেলা /
ইতালির চ্যালেঞ্জ, বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগালের খেলা অনিশ্চিত

Cristiano Ronaldo Portugal : সামনে ইতালির চ্যালেঞ্জ, বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগালের খেলা অনিশ্চিত

ইতালির বিপক্ষে প্লে অফ খেলতে হবে পর্তুগালকে

ইতালির বিপক্ষে প্লে অফ খেলতে হবে পর্তুগালকে

Portugal or Italy will miss Qatar World Cup 2022. পাথ-সি তে পড়ে গেছে ইতালি এবং পর্তুগাল। সেমিফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্কের এবং ইতালি মুখোমুখি হবে উত্তর মেসেডোনিয়ার । যদি ইতালি এবং পর্তগাল সেমিফাইনাল জিতে উঠতে পারে ফাইনালে, তাহলে ফাইনালে তথা বিশ্বকাপে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:
#লিসবন: বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস আশা করছিলেন আগামী বিশ্বকাপে ইতালি ও পর্তুগাল ( Italy and Portugal) দুই দলকেই দেখা যাবে। বাছাইপর্বের প্লে-অফের ( European playoffs) আগে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মতো ব্যক্তিত্ব ফিফা বিশ্বকাপে ( FIFA World Cup) না থাকলে হয় না। ইতালির ক্ষেত্রেও সেটা সত্য। ইন্টার মিলানে অসাধারণ সময় কাটিয়েছি। ফলে আজ্জুরিরা আমার হৃদয়ে সব সময় একটা অংশ জুড়ে থাকে।এভাবে ম্যাথাউসকে হতাশ হতে হবে কে জানত? এক দল বর্তমান ইউরোজয়ী, আরেক দল ইউরো জিতেছে ২০১৬ সালে। সে দুই দলের একটি কিনা থাকবে না কাতার বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের ( Qatar World Cup) চূড়ান্ত পর্বেই ওঠা হবে না ইউরোপের দুই ফেবারিট দলের একটির। ইউরো চ্যাম্পিয়ন ( Euro champion) ইতালি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। নিশ্চিতভাবেই এই দু’দলের একটিকে বাদ পড়তে হবে বিশ্বকাপে ওঠার আগেই। ইউরোপিয়ান বাছাই পর্বের প্রথম রাউন্ড এরই মধ্যে শেষ হয়ে গেছে। ১০টি গ্রুপের সেরা ১০টি দল এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে।আরও পড়ুন - IND vs NZ 1st test, Day 3: অক্ষর প্যাটেলের ৫ উইকেট, কানপুরে ম্যাচের দখল নিল ভারততবে গ্রুপ রানারআপ হওয়ার কারণে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি ইউরোর সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ইতালি এবং পর্তুগাল। শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে প্লে-অফের ড্র ( play off draw)। প্লে-অফে প্রতি গ্রুপের রানারআপ এবং উয়েফা নেশন্স লিগের সেরা দুই গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে মোট ১২টি দল গঠন করা হল। এর মধ্যে চারটি করে দল নিয়ে আবার একটি করে গ্রুপ করা হল। এই পর্বকে বলা হচ্ছে ‘পাথ’। প্রতি পাথে চারটি দল হলেও দুটি করে দল মুখোমুখি হবে সেমিফাইনালে এবং বিজয়ী দল দুটি মুখোমুখি হবে ফাইনালে।
আরও পড়ুন - KKR release Morgan and Sakib: আইপিএল নিলামে মর্গ্যান এবং সাকিবকে ছেড়ে দিচ্ছে কেকেআর, বিরাট থাকছেন আরসিবিতেইএই হিসেবে পাথ-সি তে পড়ে গেছে ইতালি এবং পর্তুগাল। সেমিফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে তুরস্কের এবং ইতালি মুখোমুখি হবে উত্তর মেসেডোনিয়ার ( Italy vs North Macedonia)। যদি ইতালি এবং পর্তগাল সেমিফাইনাল জিতে উঠতে পারে ফাইনালে, তাহলে ফাইনালে তথা বিশ্বকাপে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। তখন বিজয়ী দল পাবে কাতারের টিকিট, পরাজিত দলকে অপেক্ষা করতে হবে পরবর্তী বিশ্বকাপের বাছাই পর্ব পর্যন্ত।চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও খেলতে পারেনি। ইউরোপিয়ান বাছাই পর্বই উৎরাতে পারেনি তারা। এবার যেভাবে ইউরো জিতেছিল, তাতে মনে হয়েছে ইতালিকে রুখবে সাধ্য কার? কিন্তু কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে তারা হয়ে গেছে রানারআপ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে ইউরোর আগের আসরের এবং উয়েফা নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বাছাই পর্বে খেলেছে ‘এ’ গ্রুপে।তাদেরকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েছে সার্বিয়া। যার ফলে প্লে-অফে খেলতে বাধ্য হচ্ছে রোনালদোদের। শুধু তাই নয়, কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ। কিন্তু যদি খেলতেই না পারেন, তাহলে একটা আক্ষেপ নিয়েই বিদায় নিতে হবে তাকে। পর্তুগালের ম্যানেজার অভিজ্ঞ ফার্নান্দো স্যান্টস অবশ্য মনে করেন কাতার বিশ্বকাপে খেলা আটকাবে না পর্তুগীজদের।তুরস্ককে হারিয়ে ইতালির মোকাবিলা সহজ না হলেও তৈরি পর্তুগাল। রোনাল্ডো ছাড়াও ব্রুনো ফার্নান্দেজ, বার্নাড সিলভা, রেনাতো সানচেজ, রুবেন দিয়াজদের মত ফুটবলার রয়েছে পর্তুগালের হাতে। তাই আশাবাদী রোনাল্ডোর দেশ।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: Fifa world Cup 2022, Portugal