CWC 2019: পাকিস্তানের জার্সিতে বিরাটের নাম ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 10, 2019 01:49 PM IST
CWC 2019: পাকিস্তানের জার্সিতে বিরাটের নাম ! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Photo Source: Twitter
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 10, 2019 01:49 PM IST

#ইসলামাবাদ: বাইকে করে যাচ্ছেন ৷ গায়ে পাকিস্তানের জার্সি ৷ কিন্তু পিছনে নামটা লেখা দেখে সবাই অবাক ! বিরাট কোহলি ৷ হ্যাঁ, পাকিস্তানের রাস্তায় এক পাক সমর্থককে এভাবেই বিরাটের নাম লিখে রাস্তায় বাইক চালিয়ে যেতে দেখা গেল ৷

জার্সিতে লেখা ‘বিরাট’ ও জার্সি নম্বর ‘১৮’, যা ভারত অধিনায়ক কোহলি ব্যবহার করেন। সেই ছবি ট্যুইট করেছেন পাকিস্তানেরই এক ক্রীড়া সাংবাদিক।

Loading...

আগামী ১৬জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে মহারণে নামবেন কোহলিরা ৷ তার আগে প্রতিবেশি ‘শত্রু’ দেশে পাকিস্তানি ফ্যানকেই দেখা গেল বিরাটের জার্সি গায়ে বাইক চালাতে ৷ তাই এই ট্যুইট সামনে আসতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

First published: 01:22:16 PM Jun 10, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर