CWC 2019: বিরাট ধাক্কা ভারতের ! আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান

CWC 2019: বিরাট ধাক্কা ভারতের ! আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ধাওয়ান

Photo Courtesy: ICC/Twitter

 • Share this:

  #নটিংহ্যাম: বিরাট ধাক্কা ভারতীয় দলের জন্য ৷ আঙুলের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান ৷ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি ৷ আপাতত তিন সপ্তাহ ধাওয়ানকে মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

  বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচে ধাওয়ানের খেলা নিয়ে সংশয় ছিলই ৷ তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলের স্ক্যান হওয়ার পরেই চিকিৎসকরা জানিয়ে দেন অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

  জয়ের হ্যাটট্রিকের সামনে ধাওয়ানের চোট পেয়ে ছিটকে যাওয়াটা কি কাঁটা হতে পারে টিম ইন্ডিয়ার কাছে ? নটিংহ্যামে মাঠে নামার আগে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেও, বাঁ-হাতে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। ১১৭ রানের ইনিংসের পর আর মাঠে নামতে পারেননি তিনি। তাঁর জায়গায় পঞ্চাশ ওভারই ফিল্ডিং করেন রবীন্দ্র জাদেজা। ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় এবার তাঁর বদলি হিসেবে কাকে খেলানো হবে, সেটাই এখন দেখার ৷

  First published:

  লেটেস্ট খবর