হোম /খবর /খেলা /
ম্যাচ জিততে গেলে উইকেট ছুঁড়ে দিলে চলবে না......,পাক দলকে বার্তা আফ্রিদির

ম্যাচ জিততে গেলে উইকেট ছুঁড়ে দিলে চলবে না..., ভারত ম্যাচের আগে পাক দলকে বার্তা আফ্রিদির

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের অনেক কাছাকাছি পৌঁছেও শেষপর্যন্ত ম্যাচ হেরেছে পাকিস্তান ৷ ৪১ রানে হেরে স্বভাবতই হতাশ পাক সমর্থকরা ৷ রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান মহারণ ৷ বিশ্বকাপের সব ফর্ম্যাটেই এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত ৷ রবিবার সেই রেকর্ড বদলাতে মরিয়া পাকিস্তান ৷ ম্যাচের আগে সরফরাজের দলকে সতর্ক করলেন শাহিদ আফ্রিদি ৷

    আফ্রিদির মতে ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার পাকিস্তানের ৷ তিনি ট্যুইট করেন, ‘‘ফিল্ডিং ভাল হলে ৭০-৮০ শতাংশ ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। আগামী ম্যাচের আগে ফিল্ডিং মজবুত করতে হবে। ম্যাচ জিততে গেলে উইকেট ছুঁড়ে দিলে চলবে না। ৩০-৪০ রান করে আউটও হওয়া যাবে না। ক্রিজে এক বার ‌থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে হবে।’’

    First published:

    Tags: ICC Cricket World Cup 2019, India pakistan match, Shahid Afridi