#করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের অনেক কাছাকাছি পৌঁছেও শেষপর্যন্ত ম্যাচ হেরেছে পাকিস্তান ৷ ৪১ রানে হেরে স্বভাবতই হতাশ পাক সমর্থকরা ৷ রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান মহারণ ৷ বিশ্বকাপের সব ফর্ম্যাটেই এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত ৷ রবিবার সেই রেকর্ড বদলাতে মরিয়া পাকিস্তান ৷ ম্যাচের আগে সরফরাজের দলকে সতর্ক করলেন শাহিদ আফ্রিদি ৷
I feel it is really important for the players who get in to convert 40s-50s into big runs,that's how you win matches.The players need to stay calm and focused and yes fielding will play a major role, 70-80% of the game is won with fielding. #WorldCup2019
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2019
আফ্রিদির মতে ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার পাকিস্তানের ৷ তিনি ট্যুইট করেন, ‘‘ফিল্ডিং ভাল হলে ৭০-৮০ শতাংশ ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। আগামী ম্যাচের আগে ফিল্ডিং মজবুত করতে হবে। ম্যাচ জিততে গেলে উইকেট ছুঁড়ে দিলে চলবে না। ৩০-৪০ রান করে আউটও হওয়া যাবে না। ক্রিজে এক বার থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে হবে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, India pakistan match, Shahid Afridi