#লন্ডন: বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ কোনটা, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷ আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দু’দেশের ক্রিকেটপ্রেমীরাই ৷ বিশ্বকাপের কোনও ফর্ম্যাটেই এখনও পর্যন্ত একবারও ভারতকে হারাতে ব্যর্থ পাকিস্তান ৷ তাই এবারের ম্যাচ নিয়ে অনেক বেশি সতর্ক পাক ক্রিকেট বোর্ডও ৷ পাক ক্রিকেটারদের উপর এক অদ্ভূত ফতোয়া জারি করেছে পিসিবি ৷ পাক-তারকা ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীদের শর্ত সাপেক্ষে থাকার অনুমতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ১৬ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ক্রিকেটাররা তাঁদের স্ত্রী-দের সঙ্গে থাকতে পারবেন না ৷ এমন অদ্ভূত ফতোয়াই জারি করল পাক ক্রিকেট বোর্ড ৷ কোহলিদের বিরুদ্ধে নামার আগে ক্রিকেটারদের ফোকাস যাতে পুরোপুরি খেলার উপরেই থাকে, সেদিকেই নজর রাখছে পিসিবি ৷ যদিও দুই পাক ক্রিকেটার আসিফ আলি এবং হ্যারিস সোহেলকে তাঁদের স্ত্রী-দের সঙ্গে থাকার অনুমতি মিলেছে ৷ কারণ কয়েকদিন আগেই আলি তাঁদের ২ বছরের কন্যাসন্তানকে হারিয়েছেন ৷ ক্যানসারে আক্রান্ত ছিল সে ৷ এছাড়া ব্যক্তিগত কারণের জন্যই সোহেলের স্ত্রী-কে টুর্নামেন্টের শুরুর থেকেই সঙ্গে রাখার অনুমতি দিয়েছে পাক বোর্ড ৷
Our Captain @SarfarazA_54 at the captains' media day in London #CWC19 #WeHaveWeWill pic.twitter.com/lY3lIxDmge
— Pakistan Cricket (@TheRealPCB) May 23, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Cricket World Cup 2019, India Vs pakistan, World Cup 2019