#লন্ডন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে ক্রিকেটাররা নিজেদের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানদের রাখতে পারবেন না ৷ এমন ফতোয়াই জারি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু রবিবার ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণের ঠিক আগেই হঠাৎ সিদ্ধান্ত বদল ৷ পাক ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিল পাক বোর্ড ৷ এই সিদ্ধান্ত মোটেই পছন্দ হয়নি মহম্মদ ইউসুফের মতো বেশ কয়েকজন প্রাক্তন পাক ক্রিকেটারদের ৷
ভারত-পাক ম্যাচ দেখতে ইতিমধ্যেই পাক ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা পৌঁছে গিয়েছেন ম্যাঞ্চেস্টার ৷ এই নিয়ে প্রাক্তন তারকা পাক ক্রিকেটার ইউসুফের মত, ‘‘দেশের হয়ে যখন ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম তখন টুর্নামেন্ট চলাকালীন পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি আমাদের ছিল না ৷ তাহলে হঠাৎ এবার এমন সিদ্ধান্ত কেন ?১৯৯৯ বিশ্বকাপে আমাদের দলে এমন কিছু বড় নামের ক্রিকেটার ছিল যে, তখন আমরা চাপ দিলেই বোর্ড পরিবারের সদস্যদের ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দিতে বাধ্য হত। কিন্তু আমরা তা নিয়ে ভাবিইনি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফোকাস ঠিক রাখাটাই জরুরি ৷ স্ত্রী-সন্তানদের নিয়ে যাওয়ার বিষয় বোর্ডকে চাপ দেওয়ার কথা আমরা কখনও ভাবতেও পারতাম না ৷ ’’