World Cup 2019: মাঠে ধোনিই নেতৃত্ব দেন, সিক্রেট আউট বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের

World Cup 2019: মাঠে ধোনিই নেতৃত্ব দেন, সিক্রেট আউট বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের
Photo -AFP
  • Share this:

#মুম্বই : খাতায় কলমে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ ২০১৭ - সাল থেকে ভারতের একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ব্যাট তুলে দেওয়া হয়েছে বিরাট কোহলির হাতে ৷ কিন্তু খাতায় কলমে না থাকলে কী হয়েছে, একবার যে অধিনায়ক সে চিরকালই অধিনায়ক ৷ এই নিয়ম মেনেই এখনও চলছে ভারতীয় দল ৷

ভারতীয় দল মাঠে কার  কথায় ওঠেন বসেন তা বলে দিলেন সুরেশ রায়না ৷ সিএসকেতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই খেলেছেন ৷ সেই ধোনিই এখনও ভারতীয় দলকে পিছন থেকে মাঠে নেতৃত্ব দেন ৷

MS Dhoni with Suresh Raina. (Twitter) MS Dhoni with Suresh Raina. (Twitter)

‘কাগজে -কলমে ও দলের অধিনায়ক নয়৷ আমার মনে হয় বিরাট কোহলির জন্যেও ও অধিনায়ক ৷ ’

‘ওর রোল এখনও দলে একইরকম , বোলারদের সঙ্গে ও স্টাম্পের পিছন থেকে কথা বলে , ফিল্ড প্লেসমেন্ট ঠিক করে দেন ৷ ’

আরও পড়ুন - World Cup 2019: এক ক্লিকে জেনে নিন কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া

রায়না আরও বলেছেন, ‘ও আত্মবিশ্বাসী খেলোয়াড় , অধিনায়ক ও ভালো খেলোয়াড় ৷ এটা ওর জন্য বড় বিশ্বকাপ ৷ ও দলে নিজের ভূমিকা জানে ৷ ও দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেয় ৷ সব কিছু আমাদের পক্ষে রয়েছে ৷ বিশ্বকাপে আমাদের দলটাই সেরা ৷ ’

আরও দেখুন

 
First published: May 28, 2019, 3:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर